জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন ও ব্যাংকে বিপুল পরিমাণে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিব হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা -১৮ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিব হাসানের বিরুদ্ধে ৫ কোটি ৯০ লাখ টাকারও বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তা নিজ ভোগ দখলে রাখার প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও তার নিজনামীয় ও স্বার্থ-সংশ্লিষ্ট ২৮টি ব্যাংক হিসাবে ৩১০ কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, দণ্ডবিধি ও মানিলন্ডারিং আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন