কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাসস এমডিসহ তিনজনের নামে যুগান্তর সম্পাদকের মানহানি মামলা

যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। ছবি : কালবেলা
যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। ছবি : কালবেলা

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদসহ তিনজনের নামে মানহানির অভিযোগ এনে মামলা করেছেন দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আবদুল হাই শিকদার।

রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৮ এপ্রিল আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

মামলায় অপর আসামিরা হলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম এবং আসাদুজ্জামান আসাদ। আসাদকে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার বলেন, ‘আমি ক্লিন একটা জীবনযাপন করেছি। আসামিরা আমার ইমেজ, সম্মান, মর্যাদা ক্ষুণ্ন করার জন্য মিথ্যা, বানোয়াট, উদ্ভট একটা পোস্ট দিয়েছে ফেসবুকে। যাতে উল্লেখ করা হয়েছে, আমি খালেদা জিয়ার বিরুদ্ধে শেখ হাসিনাকে খালেদা জিয়ার সঙ্গে জড়িয়ে এরশাদের পক্ষে কবিতা লিখেছি। যেটা আদৌ আমার লেখা না। দেখলেই বোঝা যায়, এ ধরনের থার্ড ক্লাসে কবিতা আমি আদৌ লিখি না। সংক্ষুব্ধ হয়ে আদালতের কাছে এসেছি, মামলা করেছি। সম্মান রক্ষার্থে যে লসটা সামাজিকভাবে হয়েছে, এর বিচার চাই।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৭ মার্চ আসামি মাহবুব মোর্শেদ তার ফেসবুক আইডিতে একটি মনগড়া কবিতা পোস্ট করেন। আর সেটি কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারের বলে পোস্টে উল্লেখ করেন।

ওই পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘বাংলাদেশের এক কবি কীভাবে বেগম খালেদা জিয়াকে অবমাননা করেছেন, তা পড়ে দেখার অনুরোধ জানাই। মন থেকে এত ঘৃণা পোষণ করার পরও এমন কবিরা বিএনপির সুবিধাভোগী হয়ে থাকতে চান।’

আসামি খাইরুল আলমও গত ১৬ জানুয়ারি তার ফেসবুক আইডি থেকে একই কবিতা পোস্ট করেন এবং লেখেন, ‘শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নিয়ে লেখা কবিতাটি তিনি (আব্দুল হাই শিকদার) এরশাদকে উপহার দিয়েছিলেন। সাইফুল আলমকে সরিয়ে এখন তিনি যুগান্তর সম্পাদক। সাংবাদিকরাই কালে কালে শক্তিশালী হয়েছে, আবারও প্রমাণিত সত্য! #জয়তু-সাংবাদিকতা’

এরপর আসাদুজ্জামান আসাদ তার ফেসবুক থেকে পোস্ট করেন। তার পোস্টে তিনি লেখেন, ‘আমাদের জাতীয়তাবাদী প্রাণপ্রিয় কবি ও নেতা, বর্তমান যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার ভাইয়ের লেখা কবিতাটি আমার মেসেঞ্জারে পেয়েছি। জাতীয়তাবাদী এক সহকর্মী এটি আমাকে দিয়েছেন। আমি কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এটি পোস্ট করলাম। কবিতাটি স্বৈরাচার এরশাদকে দেওয়া হয়েছিল।’

এরপর তিনি কবিতার একই অংশ উল্লেখ করেন, যা খাইরুল আলমের পোস্টের সঙ্গে মিলে যায়।

অভিযোগে আরও বলা হয়, এসব তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, অসত্য, কাল্পনিক, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব মনগড়া ও বিভ্রান্তিকর কবিতা এবং পোস্টের মাধ্যমে বাদীর সম্মানহানি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াসিম হত্যা মামলায় ১৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

চিকিৎসকদের পরামর্শ, আপাতত বিশ্রামেই থাকতে হবে তামিমকে

ছাড়পত্র পেয়েছে ‘অন্তরাত্মা’, আসবে ঈদেই

একাত্তরে আ.লীগ নেতারা পালিয়েছিলেন : মির্জা ফখরুল

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে  / ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

৫ আগস্ট কবর হওয়া আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : রাশেদ প্রধান

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

এরদোয়ান আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন : তুর্কি তরুণী

মা হলেন আথিয়া শেঠি

১০

পুলিশে আবারও বড় রদবদল

১১

ঢাকা-সিলেট মহাসড়কে তিন কিলোমিটার যানজট

১২

রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন নিয়ে জবি শিবিরের ইফতার

১৩

তুরস্কে পাঁচ দিনের বিক্ষোভে আটক ১১৩৩

১৪

জবির বি ইউনিটের ফল প্রকাশ  / বিচারপতি হতে চান সর্বোচ্চ নম্বরধারী নুবাহ সিদ্দিকা 

১৫

দেশে প্রথমবারের মতো তারকাদের নিয়ে 'টি-টোয়েন্টি টুর্নামেন্ট'

১৬

ইসলামী ব্যাংকিং ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সম্পর্কিত: ঢাবি ভিসি

১৭

মাঠে নামার আগে তামিমের সুস্থতার জন্য ক্রিকেটারদের দোয়া

১৮

ইসরায়েলি সেনাদের ওপর বনবিড়ালের আক্রমণ

১৯

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ সংলাপে রাজি ইরান

২০
X