ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আরশাদ (২২) নামে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।
সোমবার (১৭ মার্চ) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমানের আদালত এই রায় ঘোষণা করেন। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। আদায়কৃত জরিমানা আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রয় করে ক্ষতিগ্রস্ত ভিকটিম ও তার পরিবারকে দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
রায় ঘোষণা সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ)।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় আসামি আরশাদ ভিকটিমকে পাশের দোকান থেকে সিগারেট ও শ্যাম্পু আনতে বলে। কথামতো ভিকটিম সিগারেট ও শ্যাম্পু আনলে আসামি তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর করেরগাঁও মোবারকের বাড়ির পাশে ফাঁকা ঘরে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমকে ধর্ষণের ফলে তার যৌনাঙ্গ ক্ষতিগ্রস্ত এবং মারাত্মক জখম হয়ে রক্ত বের হয়। ভিকটিম বাড়িতে গিয়ে তার মাকে এ ঘটনা জানায়। পরবর্তীতে ভিকটিমকে প্রথমে মিটফোর্ড হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। ওই ঘটনায় একই বছরের ৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় বাদী হয়ে মামলাটি করা হয়।
মামলাটি তদন্ত করে সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. হামিদুল ইসলাম একই বছরের ১৬ নভেম্বর শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় অভিযোগ চার্জশিট দাখিল করেন। এরপর চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার চলাকালীন সময়ে আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।
মন্তব্য করুন