বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি হিন্দু, আমি শিবির না’ পুলিশকে ছাত্রদল নেতা নয়ন

খালেদা জিয়ার সঙ্গে ছাত্রদল নেতা আহত নয়ন। ছবি : সংগৃহীত
খালেদা জিয়ার সঙ্গে ছাত্রদল নেতা আহত নয়ন। ছবি : সংগৃহীত

এক দশক আগে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহমানবাধিকারবিষয়ক সম্পাদক নয়ন বাছারের পায়ে গুলি করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে বুধবার (১২ মার্চ) মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণের জন্য সূত্রাপুর থানাকে নির্দেশ প্রদান করেন।

মামলার আসামিরা হলেন, সূত্রাপুর থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক মো. আমানুল্লাহ, মো. রফিকুল ইসলাম ও মো. এরশাদ হোসেন এবং কনস্টেবল কামাল হোসেন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা পুলিশ সদস্য, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলার বাদী নয়ন বাছার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের প্রভাষ বাছারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। পুলিশের গুলিতে পঙ্গু হওয়ার সময় ছাত্রদলের কর্মী হলেও পরবর্তীতে লাভ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহমানবাধিকারবিষয়ক সম্পাদকের পদ।

নয়নের করা এ মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ ফেব্রুয়ারি স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের দাবিতে ডাকা অবরোধের সমর্থনে মিছিলে যোগ দিতে রওনা হন ভুক্তভোগী নয়ন বাছার। পথিমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তা থেকে এজাহারভুক্ত চার আসামিসহ ৪০-৪৫ জন নয়নকে ভিক্টোরিয়া পার্কের উত্তর পাশে ধরে আনে। তখন শাখারী বাজার মোড়ে কে বা কারা সুপ্রভাত পরিবহনে আগুন লাগিয়ে দেয়। এর জের ধরে আসামি সূত্রাপুর থানার সাবেক উপপরিদর্শক মোঃ আমানুল্লাহ নয়নের নিকট পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে, তোর পরিবার হতে এখুনি টাকা এনে দে। তা-না হলে তোকে গুলি করে মেরে ফেলব।’

বাদী চাঁদার টাকা দিতে অস্বীকার করলে এসআই রফিকুল ও আসামি এসআই এরশাদ হোসেন বাদীকে ধরে রাখে এবং আসামি এসআই আমানুল্লাহ মুঠোফোনে কারো কথা বলে। প্রায় ৪-৫ মিনিট পরে আসামি এসআই আমানুল্লাহ আসামি কনস্টেবল কামালকে হুকুম করে যে, ওর (নয়ন) হাতে হ্যান্ডকাপ লাগাও। তখন আসামি কামাল বাদীর হাত পিছনে নিয়ে বাদীর হাতে হ্যান্ডকাপ লাগায়। তখন এসআই আমানুল্লাহ, রফিকুল ও এরশাদ বলে যে, ‘তুই শিবির, তুই গাড়িতে আগুন দিয়েছিস।’ তখন বাদী বলে ‘আমি হিন্দু, আমি শিবির না।’

এ কথা বলার সাথে সাথে এসআই আমানুল্লাহ, রফিকুল ও এরশাদের নির্দেশে কনস্টেবল কামাল হোসেন ভুক্তভোগী নয়নকে রাস্তায় ফেলে দেয় এবং বাম পায়ের হাঁটুর উপরের অংশে দুই রাউন্ড গুলি করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় নয়নকে গাড়িতে উঠিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে কালক্ষেপণ করতে থাকে মামলার আসামি চার পুলিশ সদস্য। পরে মিডিয়া কর্মীরা উপস্থিত হলে তারা গুলিবিদ্ধ নয়নকে নিয়ে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

মামলার এজাহারে বাদী আরও অভিযোগ করেন, গুলি করার পর হাসপাতালে নিয়ে এসআই রফিকুল ও এরশাদ নয়নকে বলে, ‘তুই আগুন সন্ত্রাস করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিস এই মর্মে বিবৃতি দে। নইলে চিকিৎসাহীনভাবে মারা যাবি।’ পরে গুলি করার একদিন পর বাদীকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করে এবং বাদীকে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় সে বছরের ১৭ মে জামিন পান ভুক্তভোগী বাদী।

এজাহার সূত্রে আরও জানা যায়, এ মামলার আসামি এসআই আমানুল্লাহ, রফিকুল ও এরশাদ নয়নকে বিভিন্ন মাধ্যমে হুমকি প্রদান করে বলে, এ বিষয়ে যদি কোনো মামলা করিস, তাহলে তোকে জানে মেরে ফেলব। পরে বাদী উন্নত চিকিৎসার জন্য ভারত যান এবং দীর্ঘদিন পরে দেশে ফিরে এসে পঙ্গু অবস্থায় জীবনযাপন করছেন। এখনো ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশবাসীর কাছে দোয়া চেয়েছে সেনাবাহিনী  / মাগুরায় নির্যাতিত শিশুটির জীবন সংকটাপন্ন

এবার হাসনাতের ‘ফুলস্টপ’!

গোপন বন্দিশালায় মানসিক ভারসাম্য হারানো তরুণের সন্ধান মিলেছে

যশোরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জানা গেল ঈদের সম্ভাব্য তারিখ

উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নিয়োগ, প্রশংসায় ভাসছেন ইউএনও

শাহবাগ ও জামায়াতের রাজনীতি নিয়ে মাহফুজ আলমের ব্যাখ্যা

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ফেরা নিয়ে আ.লীগ নেতার সাক্ষাৎকার

যায়যায়দিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিইউজের

প্রিজন সেলে ভিআইপি সুবিধা পাচ্ছেন আ.লীগ নেতা খালিদ

১০

গুলিতে ইমামের পা হারানোর ঘটনায় ওসিসহ ৩১ জনের নামে মামলা

১১

দেশের সব রাজনৈতিক হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা : মেজর হাফিজ 

১২

পরীক্ষা না দিয়ে শিক্ষার্থী পাসের ঘটনায় তদন্ত কমিটি গঠন 

১৩

চট্টগ্রামে তিন দিনেও স্বাভাবিক হয়নি পানি সরবরাহ

১৪

সাংবাদিকদের বেসিক বেতন কত হওয়া উচিত, জানালেন প্রেস সচিব

১৫

‘মনগড়া’ মেডিকেল রিপোর্ট দিয়ে রোগীকে হয়রানির অভিযোগ

১৬

অর্ধশত বছর ধরে পথচারীদের ইফতার করান শাহাজদ্দিন

১৭

কেশবপুরে বিএনপির ইফতার মাহফিল

১৮

রাজশাহীতে সর্বনিম্ন ফিতরা ৮৫ টাকা

১৯

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি কমানোর সিদ্ধান্ত পিসিবির, হতাশ ক্রিকেটাররা

২০
X