সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ১০ জনকে আজ হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় প্রসিকিউশন ICTBD Mis 4/24 মামলায় আব্দুল্লাহ আল মামুনের রিমান্ডের আবেদন করলে ট্রাইব্যুনাল তাকে আগামী ২৩ শে ফেব্রুয়ারি একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।
এই মামলায় আগামী ২৮/ ৪ /২০২৫ তারিখ তদন্ত প্রতিবেদনের জন্য পরবর্তী দিন ধার্য করেছেন। প্রসিকিউশন পক্ষ ICTBD Mis 7/24 মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আলেফ উদ্দিনকে রিমান্ডের আবেদন করলে ট্রাইব্যুনাল তাকে আগামী ২৬ শে ফেব্রুয়ারি একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন। ICTBD Mis 6/24 ও ICTBD Mis 7/24 মামলায় প্রসিকিউশন পক্ষ তিন মাস সময়ের আবেদন করলে ট্রাইবুনাল আগামী ২৮-০৫ ২০২৫ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
প্রসিকিউশন পক্ষে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, আব্দুল্লাহ আল নোমান, তারেক আব্দুল্লাহ ও ব্যারিস্টার শাইখ মাহদী।
মন্তব্য করুন