এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী নাসরীন ইসলাম, কন্যা আনিকা ইসলাম, পুত্র ওয়ালিদ ইবনে ইসলাম ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৫২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক সালাহউদ্দিন অবরুদ্ধের আবেদন করেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
আবেদনে বলা হয়েছে, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে তার নিজ নামে, স্ত্রী নাসরীন ইসলাম, কন্যা আনিকা ইসলাম ও পুত্র ওয়ালিদ ইবনে ইসলাম এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। হিসাব খোলার সময় থেকে অদ্যাবধি পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছে, যা অস্বাভাবিক ও সন্দেহজনক মর্মে প্রতীয়মান হয়েছে।
বিভিন্ন সূত্রের তথ্য মতে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামীয় ব্যাংক হিসাবগুলোয় রক্ষিত অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এসব ব্যাংক হিসাবে রক্ষিত অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার আশঙ্কা আছে। এমতাবস্থায় ৫২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দানের প্রার্থনা করছি।
মন্তব্য করুন