বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ৪ হেভিওয়েট আসামিকে। গ্রেপ্তার দেখানো অন্য আসামিদের মধ্যে রয়েছেন, ডিবির রমনা জোনের সাবেক দুই ডিসি মো. মশিউর রহমান ও মো. জুয়েল রানা।
বুধবার (২২ জানুয়ারি) সকালে আসামিদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিম ফারহান ইসতিয়াকের আদালতে উপস্থিত করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা।
অন্যদিকে আসামিদের গ্রেপ্তার না দেখাতে শুনানি করেন তাদের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন হত্যা মামলায় গ্রেপ্তার দেখান।
এর মধ্যে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর থানার পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়াও হাজারীবাগ থানার এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।
অন্যদিকে ধানমন্ডি থানার একই হত্যা মামলায় ডিবির রমনা জোনের সাবেক দুই ডিসি মো. মশিউর রহমান ও মো. জুয়েল রানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মন্তব্য করুন