কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ১০:০৪ এএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিল শুনানি আজ

বেগম খালেদা জিয়া
বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি

আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপিল আবেদনের ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে আজ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ মিয়া।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আপিলের পরবর্তী শুনানির জন্য ১৪ জানুয়ারি দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষ, দুর্নীতি দমন কমিশন ও খালেদা জিয়ার পক্ষে একে একে তিন দিন শুনানির পর দেখা যায় এই মামলার এক আপিলকারী কাজী সালিমুল হক কামালের পক্ষে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়া হয়নি। একপর্যায়ে কামালের পক্ষে সারসংক্ষেপ জমার দেওয়ার জন্য তার আইনজীবী সময় চাইলে আপিলের পরবর্তী শুনানির জন্য আজকে পর্যন্ত মুলতবি করেন আদালত।

আদালতে ওইদিন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, জাকির হোসেন ভূঁইয়া ও মাকসুদ উল্লাহ প্রমুখ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনির আর হক। আর দুদকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মো. আসিফ হাসান।

এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) ১১ নভেম্বর মঞ্জুর করে ১০ বছরের কারাদণ্ড স্থগিতের আদেশ দেন বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম ভবনে স্কুলের দপ্তরি কাম প্রহরীদের সঙ্গে মতবিনিময় সভা

শোয়েব আখতারের কাছ থেকে শিখতে চান নাহিদ

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে নিহত ২

‘মাদক’ সন্দেহে স্কুল শিক্ষককে হাতকড়া পরাল পুলিশ

প্লট ফার্মিং : ভূমিহীন কৃষকদের জন্য স্বপ্নধরার এক অভিনব উদ্যোগ 

‘জবির অনশনের ঘটনাটি সাজানো’ স্ট্যাটাস ইস্যুতে জবি ছাত্রদলের বিবৃতি

বিএনপি রাজত্বের রাজনীতি করে না : মজনু

পৌষ মেলায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

নিজেকে প্রমাণের প্রত্যয় নিয়ে পিএসএল থেকে অবসর পেসারের

চট্টগ্রামের জলাবদ্ধতা সমাধানে চার উপদেষ্টা পেলেন বিশেষ দায়িত্ব

১০

সাবেক এমপি বাবু, চেয়ারম‌্যানসহ ১০৮ জনের নামে মামলা

১১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বছরের কারিগরি শিক্ষা চালুর চিন্তা

১২

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি এবি পার্টির শ্রদ্ধা

১৩

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞের সাক্ষাৎ

১৪

‘চার কমিশনের সংস্কার প্রতিবেদন বুধবার’ 

১৫

ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত

১৬

রাজনৈতিক দলগুলোকে বরকত উল্লাহ বুলুর হুঁশিয়ারি

১৭

ববিতে গ্রন্থাগার ও দুই হলের নাম পরিবর্তন করল শিক্ষার্থীরা

১৮

ময়মনসিংহে কালু শাহ মাজার এলাকায় ১৪৪ ধারা জারি

১৯

নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিন, সরকারকে লায়ন ফারুক

২০
X