বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুর সীমান্তে গত বছরের ডিসেম্বর চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিশ কোটি আঠারো লাখ বত্রিশ হাজার পাঁচশ ঊনত্রিশ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়।
এর মধ্যে ১৯ কোটি ৪৫ লাখ ৯ হাজার ৬৭৯ টাকা মূল্যের চোরাচালানি মালামাল এবং ৭৩ লাখ ২২ হাজার ৮৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য রয়েছে।
জব্দ মালামালের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : মোবাইল ফোনের ডিসপ্লে-১৬,১০০ পিস, সিটি গোল্ড চেইন-১,৩৭,৯৭৬ পিস, চশমা/সানগ্লাস-২০,৫২৪ পিস, প্রসাধনী সামগ্রী-৭৭,২০১ পিস, ইনজেকশন/ঔষধ-৭৪,৪১৯ পিস, পাওয়ার ব্যাটারি-৯৬,০০০ পিস, শাড়ি-৫২৮ পিস, থ্রি-পিস-১০০টি, হাজী রুমাল-৩২,২০৩ পিস, সিগারেট-১,৩৯,৮০০ পিস, জর্জেট থান কাপড়-২৫৪৮ মিটার, ডেন্টাল গার্ড-৩৭,৩২০ পিস, চকলেট-২৫,৬৫৫ পিস, ভারতীয় ওটস্-৪৬৩ কেজি, কিসমিস-৩০০ কেজি, উলের শাল-৮০ পিস, মোবাইল ফোন-১২ পিস, রসুন-৯৫ কেজি এবং চিনি-১৫০ কেজি।
এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে যেন কোনো প্রকার চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য অবৈধভাবে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি রাত-দিন ২৪ ঘণ্টাই সজাগ দৃষ্টি রেখে অভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধারা চলমান থাকবে।
মন্তব্য করুন