কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের মামলার এজাহারনামীয় আসামি নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতের নাম মো. আবুল হাসান (৪০)।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সোয়া ৪টায় রাজধানীর মনিপুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালে ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপির মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন খালেদা জিয়া। সেই প্রচারণার গাড়িবহরে হামলার ঘটনায় গত বছরের ২২ আগস্ট তেজগাঁও থানায় দায়ের মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার আবুল হোসেন।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু আছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন