কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
টোল প্লাজায় ৬ প্রাণহানি

বাস চালকের দায় স্বীকার, পরিবহন মালিক কারাগারে

সন্ধ্যায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ছবি : কালবেলা
সন্ধ্যায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ছবি : কালবেলা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় ৬ প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসের চালক মো. নুরুদ্দিন ঘটনার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বক্তব্য রেকর্ডের পর তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে বেপারী পরিবহনের মালিক ডাব্লিউ বেপারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সিগঞ্জের হাসড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত বাস চালক নুরুদ্দিনের দায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়- জবানবন্দিতে বাস চালক দাবি করেন, ‘গাড়ির ব্রেক ফেইল করায় গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কিছু বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটে যায়’।

প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয় বেপারী পরিবহনের একটি বাস। এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের চার জনসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নন্দনকোনা গ্রামের বাসিন্দা ও দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের মালিক নুর আলমের স্ত্রী আমেনা আক্তার (৪০), তার বড় মেয়ে ইসরাত জাহান (২৪), ছোট মেয়ে রিহা মনি (১১), ইসরাত জাহানের ছেলে আইয়াজ হোসেন (২), মোটরসাইকেলের চালক সুমন মিয়ার স্ত্রী রেশমা আক্তার (২৬) ও তার ছেলে মো. আবদুল্লাহ (৭)। আহত হয়েছেন আরো বেশ কয়েক জন।

পুলিশের আবেদনে বলা হয়, বাস চালক নুরুদ্দিন দ্রুত এবং বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে টোল প্লাজায় টোল দেওয়ার জন্য অপেক্ষারত প্রাইভেটকার এবং মোটরসাইকেলকে সজোরে আঘাত করে ৬ জনের প্রাণহানি ঘটিয়েছেন। আসামির দেওয়া তথ্য মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। কাজেই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি নুরুদ্দিনের জবানবন্দী ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী রেকর্ড করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরে যেসব ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স

বছরের প্রথম দিনে সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

‘বিএনপি কারো ধমকে চেপে যাওয়া দল না’

আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল 

দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ

বোনের বাড়ি থেকে ফেরার পথে নারীকে তুলে নিয়ে ধর্ষণেচেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় দুদলের সংঘর্ষে টেঁটাবৃদ্ধসহ আহত ২৫

শিখর ধাওয়ান-হুমার অন্তরঙ্গ ছবি ভাইরাল

বাধ্যতামূলক অবসরে তিন অতিরিক্ত আইজিপি

দুই কার্যদিবসের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি

১০

পাওনা টাকা না দেওয়ায় যুবক খুন

১১

স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১২

খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বৃহস্পতিবার

১৩

চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

১৪

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ যুবলীগ কর্মীর বিরুদ্ধে

১৫

নিলয়-হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’

১৬

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

১৭

ট্রাইব্যুনালে আরও ৪ প্রসিকিউটর নিয়োগ

১৮

ডিএমপির ঊর্ধ্বতন ৭ কর্মকর্তাকে বদলি

১৯

‘হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না’

২০
X