সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামিম তালুকদারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ব্যাংকে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৩ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
এ ছাড়া সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিবুর রহমান ও তার স্ত্রী ফাতেমা আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
ফাতেমার ১১ ব্যাংকে ১৫ কোটি ৫১ লাখ টাকার সন্দেহজনক লেনদেন ও তার স্বামীর ২৩টি ব্যাংকে ২৩ কোটি ৭২ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
মন্তব্য করুন