বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের (বিচারকদের) সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১১ ডিসেম্বর) সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহম্মেদ ভুঁইয়া এ আহ্বান জানিয়ে সচিবকে চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়েছে, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে বাংলাদেশের প্রধান বিচারপতি মহোদয় গত ২১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং সারা দেশ থেকে আগত জেলা আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারকবৃন্দের প্রতি অভিভাষণ প্রদান করেন। ওই অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি মহোদয় বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেন।
অভিভাষণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘অধস্তন আদালত/ট্রাইব্যুনালে কর্মরত বিচারকগণকে প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের তুলনায় যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা সংবলিত পর্যাপ্ত গাড়ি বরাদ্দ প্রদান করা হয় না, তা এক ধরনের বৈষম্য। বর্তমানে অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার নিম্নে কোনো বিচারকের জন্য পৃথক গাড়ি নেই, এমনকি এই পদের সকল বিচারকদের জন্য গাড়ি বরাদ্দ নেই। উপজেলা পর্যায়ে অবস্থিত চৌকি আদালতের বিচারকদের অবস্থা আরও শোচনীয়। তাদের সরকারি বাহন, বাসস্থান, নিরাপত্তা কোনোটিই নেই।’
চিঠিতে আরও বলা হয়, এমন প্রেক্ষাপটে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারির নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি মহোদয় সদয় নির্দেশনা প্রদান করেছেন। এমতাবস্থায়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা জারির নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে আপনাকে অনুরোধ করা হলো।’
মন্তব্য করুন