গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। এসময় আদালত থেকে প্রিজনভ্যানে করে কারাগারে নেওয়ার পথে কিরণের ওপর ডিম ও জুতা নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা।
রোববার (৮ ডিসেম্বর) সকালে তাকে গাজীপুর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গাজীপুর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, বাসন, কাশিমপুর, কোনাবাড়ি ও সদর থানার হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিলে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ। এর আগে ২০১৩ সালের প্রথম সিটি নির্বাচনের পর অধ্যাপক এম এ মান্নান কারাগারে থাকাকালীন আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
মন্তব্য করুন