কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বাকি সব মামলায়ও একই ফল পাব : আইনজীবী

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী শিশির মনির। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী শিশির মনির। ছবি : সংগৃহীত

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। রোববার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় দেন।

এ রায়ের ফলে তারেক রহমান দেশে আসতে পারবেন কি না, জানতে চাইলে আইনজীবী শিশির মনির বলেন, তারেক রহমানকে ২১ আগস্টের মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। এর বাইরেও তার মামলা আছে। সেসব মামলার শুনানি শেষ পর্যায়ে। আমরা আশা করব, সেসব মামলায়ও একই ধরনের ফল পাব।

তিনি আরও বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনাটি ঘটেছে ২০০৪ সালে। তখন তৎকালীন সরকারের অধীনে একটি তদন্ত হয়েছিল, কিন্তু রিপোর্ট হয়নি। পরে ২০০৮ সালের ৯ জুন প্রথম একটি তদন্ত রিপোর্ট সাবমিট করা হয়। সেখানে ২৮ জনকে আসামি করা হয়। ৬১ জন সাক্ষী হয়ে যাওয়ার পরে আরেকটি তদন্ত করা হয়। এই তদন্তে এসে আরও ৩০ জনকে নতুন আসামি করা হয়।

দ্বিতীয় তদন্ত করা হয় মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের ওপর ভিত্তি করে। আদালতের কাছে প্রথম প্রশ্ন ছিল, মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন, উপমহাদেশের ৪০০ বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কি না, হলে এ রকম সাজা হয়েছে কি না?

আমরা আদালতে দেখিয়েছিলাম, এই ভারতীয় উপমহাদেশে ৪০০ বছরের ফৌজদারি বিচারব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের ওপর ভিত্তি করে এই ধরনের সাজা কাউকেই দেওয়া হয়নি। খুবই ইন্টারেস্টিং বিষয়, ২২৫ জন সাক্ষী নেওয়া হয়েছে। এই ২২৫ জন সাক্ষীর মধ্যে যাদের কনফেশন আছে সবাই টিএফআই সেলে (টাস্কফোর্স ইন্টিলিজেন্স সেল) ২০০, ২২০, ২৬১ দিন পর্যন্ত আসামিদের রাখা হয়েছে। ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নেই।

শিশির মনির আরও বলেন, যাদের টিএফআই সেলে রেখে টর্চার করা হয়েছে, তাদের একজন বলেছে আরেকজনকে দেখেছে, শুনেছে। কিন্তু কী কথা হয়েছে, কী ষড়যন্ত্র হয়েছে, তার কোনো উত্তর দিতে পারেননি।

তিনি আরও বলেন, আজকে আদালতের সামনে দুটি মূল প্রশ্ন দাঁড়িয়েছে, মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের ওপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কি না। আদালত বলেছেন ‘নো’। দ্বিতীয় কনফেশনের ওপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না। আরেকটি হলো, পরবর্তীতে যে তদন্ত হয়েছে, এ মামলার আমলে গ্রহণের আদালত কোনটা হবে। এই আমলে গ্রহণ করার আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে, আমলে গ্রহণ করবেন ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে গ্রহণ না করে যা বিচারিক আদালত গ্রহণ করেছেন।

এই আইনজীবী বলেন, হাইকোর্ট বলেছেন, এইটা বাংলাদেশের সব সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এ জন্য এই ট্রায়ালটাকে অবৈধ ঘোষণা করেছেন। আমি যেটা বলতে চাই, সব বিবেচনায় ২১ আগস্টে যা হয়েছে, তার সঠিক বিচার হোক। কিন্তু যাকে ইচ্ছা তাকে আসামি করা যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেনার বাগদান সম্পন্ন

ঝালকাঠিতে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ইরান সতর্ক করলেও পাত্তা দেননি বাশার আল আসাদ

সাবেক ৫ এমপি ও তাদের পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দুদকের

লন্ডন থেকে ফিরে যা বললেন মির্জা ফখরুল

মা-বোন তুলে গালি দিলেই জরিমানা করবে যে গ্রাম

ওবায়দুল কাদের মারা গেছে দাবিটি মিথ্যা : রিউমর স্ক্যানার

মালদ্বীপে অগ্নিকাণ্ডে তিন মন্ত্রণালয়ের কার্যক্রম বন্ধ

বিয়ের ১২ বছর পূর্তিতে সাকিবকে নিয়ে শিশিরের আবেগঘন বার্তা

ময়মনসিংহে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

১০

আরএসএফের প্রতিবেদন / সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশসহ চার দেশ

১১

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের শহরে শত শত সেনাসহ জেনারেল আটক

১২

সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপকে ‘সর্বকালের সেরা’ বললেন রোনালদো

১৩

কনকনে শীতে কাবু কুড়িগ্রামের মানুষ

১৪

১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে ২১ বছর পর গ্রেপ্তার

১৫

আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে শীতের তীব্রতা

১৬

চিন্ময়ের আইনজীবীকে নিয়ম মেনে আসতে বললেন বিচারক

১৭

গাজীপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

১৮

দেশে ফিরেছেন মির্জা ফখরুল

১৯

গুম-খুনের জন্য ক্ষমা চাইলেন র‍্যাবের ডিজি

২০
X