কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

জাল-জালিয়াতি, প্রতারণা ও ব্যবসায়িক লেনদেনে বিশ্বাসভঙ্গের অভিযোগে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অন্য আসামিরা হলেন ইউনাইটেড হাসপাতালের এফসিএ মোস্তাক আহমেদ, সাব্বির আহমেদ ও কোম্পানি সেক্রেটারি মোস্তাফিজুর রহমান। গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

গত ১৭ নভেম্বর মামলাটির তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে পিবিআই আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। পরে বাদীপক্ষের আইনজীবী খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) আদালতের বেঞ্চ সহকারী পারভেজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ফরিদুর রহমান খান দীর্ঘ ১৫ বছর ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। করোনাকালীন ২০২০ সালের মে মাসে হাসান মাহমুদ রাজাসহ মামলার অন্য তিন আসামি ফরিদুর রহমানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। এরপর প্রতিষ্ঠানটিতে ফরিদুর রহমানের থাকা ১ লাখ ২০ হাজার ১৬৫টি শেয়ার এজাহারনামীয় আসামিরা দখল করেন।

সেসময় প্রতিটি শেয়ারের জন্য ১ হাজার টাকা হিসেবে মোট ১২ কোটি ১ লাখ ৬৫ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়। কিন্তু আসামিরা কোনো টাকা দেননি। এরপর থেকে ফরিদুর রহমান খানের শেয়ারের পাওনার বিপরীতে লভ্যাংশ না দিয়ে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ করা হয়।

এ ছাড়া ২০২৪ সালের জানুয়ারিতে ফরিদুর রহমান খানকে অবহিত না করে ইউনাইটেড হাসপাতালের পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয়। এসব ঘটনায় গত ২৮ আগস্ট ইউনাইটেড হাসপাতালের সাবেক ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রহমান খান ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান রাজাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম বাড়ল সোনার, ভরি কত?

নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়তে বিতর্ক প্রতিযোগিতা

রাতের অন্ধকারে কৃষকের পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ

লাগেজে মিলল তরুণীর লাশ

‘যুদ্ধ না করাদের জাতির জনক বানানো দিয়ে ফ্যাসিবাদের সূচনা’

রাজশাহীতে জেলা পরিষদের জমি / এনা গ্রুপের অবৈধ ভবন, জানে না কর্তৃপক্ষ

জাহাজ ভাঙা শিল্পকে নিরাপদ করতে সরকার বদ্ধপরিকর : নৌপরিবহন উপদেষ্টা 

এবার পারমাণবিক হামলার অনুমতি দিলেন পুতিন

থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

‘শেখ হাসিনা পালানোর পর দেশে বড় পরিবর্তন ঘটেছে’

১০

কুয়াশার সঙ্গে তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের

১১

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ হামলা

১২

টাঙ্গাইলে হত্যা মামলায় চাচি-ভাতিজার যাবজ্জীবন

১৩

আফ্রিকার পর বাংলাদেশ মাতাতে চান জুয়েল 

১৪

‘নিরপেক্ষ হওয়ার চেষ্টা করবেন না, আপনাকে আমরা এনেছি’

১৫

মীর জাফরের সঙ্গে আ.লীগের মিল রয়েছে : পিনাকী ভট্টাচার্য

১৬

ছাত্র আন্দোলনে অচল মুরাদ চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছে

১৭

ডিএমপির ৮ পুলিশ কর্মকর্তা বদলি

১৮

হাইকোর্টের ৩ বিচারপতির পদত্যাগ

১৯

ডিসেম্বরে ১১০ কোটি ডলার পাবে বাংলাদেশ : অর্থ সচিব

২০
X