নাশকতা ও দুর্নীতির ২ মামলায় খালাস পেয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে তার উপস্থিতিতে খালাসের আদেশ দেন বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল হোসেন এবং বিশেষ জজ ১ আদালতের বিচারক।
তার আইনজীবী আনিসুর রহমান জানান, ফখরুদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকার আলতাফ হোসেনেকে রাজনীতি থেকে দূরে রাখতে মামলাটি দেন। কারাগারে আটক থাকা অবস্থায় তার কাছে সম্পদের হিসাব চাওয়া হয়। কারাগারে বসে নির্ভুল হিসাব দাখিল করলেও তার বিরুদ্ধে ১ কোটি ৫৩ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়।
তিনি আরও বলেন, এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে একই কৌশলে মামলাটি চালাতে থাকে। দীর্ঘদিন ঝুলে থাকার পর ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আলতাফ হোসেনকে মামলা থেকে খালাস প্রদান করেন।
এছাড়া ২০১১ সালের নাশকতা মামলা থেকেও তাকে খালাস প্রদান করা হয়। যে মামলায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার ২১ মাসের সাজা দিয়েছিল।
আইনজীবী আনিসুর রহমান আরও জানান, শুধু আলতাফ হোসেন চৌধুরী যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন তাই মামলাটি দিয়েছিল আওয়ামী লীগ সরকারের লোকজন।
তিনি আরও জানান, নাশকতার যে অভিযোগে মামলা হয়েছিল সেদিন ঘটনাস্থলে ছিলেনই না আলতাফ হোসেন চৌধুরী।
মন্তব্য করুন