কারাগারে পাঠানোর আদেশের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতিরঝিল থানার ডাকাতির মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ (২৮) পালিয়ে যাওয়ার দুদিন পর আদালতে আত্মসমর্পণ করেছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে আসামি আরিফ আত্মসমর্পণ করেন। পরে বিচারক আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে গত ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি আরিফকে ১ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কিন্তু আদালত থেকে গারদখানায় নেওয়ার সময় পুলিশের হাত থেকে আসামি পালিয়ে যায়।
এ ঘটনায় এরই মধ্যে পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল। পালিয়ে যাওয়ার সময় আসামির দায়িত্বে ছিলেন এই দুই পুলিশ সদস্য।
মন্তব্য করুন