বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, শমী কায়সার তার মায়ের পদাঙ্ক অনুসরণ করে শেখ হাসিনার পদলেহন করে নানা অনাচার জড়িয়েছেন। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে তার প্রশ্নবিদ্ধ অবস্থানকে তুলে ধরেন তিনি।
অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী মাহবুবুল আলম দুলাল আদালতে শমী কায়সারকে নির্দোষ দাবি করে শুনানি করেন। আদালতকে শমী কায়সার বলেন, আমি ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কোনো ধরনের অর্থ দেইনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা অন্যায়। আমি কখনো কাউকে নিয়ে কটাক্ষ করিনি।
এর আগে ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে এবং ৫ নভেম্বর শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য করুন