কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পঙ্গু জনশক্তি বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্রশিবিরের অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। ছবি : সংগৃহীত

দেশের ৪ জনশক্তিকে বিভিন্ন সময়ে গুম করার কয়েকদিন পর পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার সাথে জড়িতদের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মো. আবুজর গিফারী, ওমর আলী, মো. রুহুল আমিন এবং ইস্রাফিল হোসেন এ অভিযোগ দায়ের করে।

মঙ্গলবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের করার সময় ছাত্রশিবিরের আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান ও সহকারী আইন সম্পাদক আমানুল্লাহ আল জিহাদী (আদীব) উপস্থিত ছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়- ২০১৫ সালের ৮ ডিসেম্বর তৎকালীন জয়পুরহাট জেলা সভাপতি আবুজর গিফারী ও সেক্রেটারি ওমর আলী সংগঠনের কাজে ঢাকায় আসলে তাদের আব্দুল্লাহপুর থেকে সাদা পোশাকে র‍্যাব পরিচয়ে মাইক্রোবাসে উঠিয়ে উত্তরা র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ১ সপ্তাহ তাদের ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। এরপরে সেখান থেকে তাদের রাজশাহী এবং পরবর্তীতে লালমনিরহাটের পাঁচবিবি থানায় নিয়ে চালানো হয় পাশবিক নির্যাতন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়- ১৭ ডিসেম্বর তাদের সঙ্গে বোমা ও অস্ত্র দিয়ে সংবাদ সম্মেলন করেন জয়পুরহাট র‍্যাবের তৎকালীন মিডিয়া উইং। একইদিন দুপুরে পাঁচবিবি থানার নিকট তাদের অস্ত্র মামলা দিয়ে হস্তান্তর করা হয়। তারপর সেখানে রাত ২টা পর্যন্ত দফায় দফায় পুলিশ নির্যাতন চালানোর পর রাত আনুমানিক ৩টার দিকে তাদের হাত ও চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় আওলায় ইউনিয়নের একটি পরিত্যক্ত জায়গায়। সেখানে পুলিশ দুজনের হাঁটুতে গুলি করে পা ঝাঁজরা করে দেয়। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজে রেফার করে দেয়। সেখানেও তাদের চিকিৎসা না দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। এরপরে অপারেশন করে হ্রদরোগ ইনস্টিটিউটে রেফার করা হয়। দুজনেরই প্রচুর রক্তক্ষরণে মাংস ৭৫ শতাংশ পচে যাওয়ায় ২৭ ডিসেম্বর ২০১৫ তে দুজনের অনুমতি সাপেক্ষে দুটি পা কেটে ফেলা হয়। হাসপাতাল থেকে রিলিজ হলে ১২ ফেব্রুয়ারি ঢাকা থেকে চিকিৎসাধীন অবস্থায় জয়পুরহাট কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, ২০১৬ সালের ৩ আগস্ট তৎকালীন যশোর জেলা পশ্চিমের চৌগাচা উপজেলার সাহিত্য সম্পাদক রুহুল আমিন এবং থানা সেক্রেটারি ইস্রাফিলকে সাংগঠনিক কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে চৌগাছা থানা পুলিশ আটক করে। ৪ আগষ্ট তাদেরকে ডিবিতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গভীর রাতে কন্দলিতলার নির্জন মাঠে নিয়ে দুজনের হাটুতে পুলিশ গুলি করে পা ঝাঁজরা করে দেয়। সেখান থেকে তাদেরকে উপজেলা সরকারী হাসপাতোলে নিয়ে যাওয়া হয়। রাতেই তাদের রেফার করা হয় যশোর সদর হাসপাতালে। সেখানে ২ দিন চিকিৎসার পর কোনো উন্নতি না হওয়ায় তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ভর্তি হওয়ার ৭ দিন পর পায়ে পচন ধরলে সকলের সিদ্ধান্তক্রমে পা কেটে ফেলা হয়। তৎকালীন সময়ে বিভিন্ন মিডিয়াতে অপপ্রচার করে যে বন্ধুক যুদ্ধে দুই শিবির নেতা আহত। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দিয়ে দুই মাস চিকিৎসার পর পাঠিয়ে দেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন রাহমান পুত্র এবং মোহিনী

আরও ২ দিন বন্ধ থকাবে সিটি কলেজ

বইমেলার স্টল ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি প্রকাশকদের

পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র থেমে নেই : নাজমুল হাসান

প্যারালাইসড রোগীদের জন্য আশার আলো মাস্কের ‘মস্তিষ্ক চিপ’

প্রতিটা মিনিট এই পৃথিবীকে উপহার দাও : আবদুল্লাহ আবু সায়ীদ

৩৫ লাখ বেতনে চাকরি দিচ্ছে কানাডা হাইকমিশন

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে মিত্র যুক্তরাজ্য

স্বামীকে গোপন ভিডিও-ছবি পাঠাল সাবেক প্রেমিক, নববধূর আত্মহত্যা

নতুন যে সুবিধা পাওয়া যাবে গুগল লেন্সে 

১০

রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

১১

অন্তর্বর্তী সরকার ফেল করলে আমার-আপনার বিপদ আছে : এ্যানি

১২

অর্থমন্ত্রী পদে বিলিয়নিয়ারকে বেছে নিলেন ট্রাম্প

১৩

‘বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে’

১৪

‘৭০-এর অনুচ্ছেদ বাতিল করে হাত তোলা এমপি বাদ দিতে হবে’

১৫

আরও সেন্ট্রিফিউজ চালু, পরমানু অস্ত্র তৈরি শুরুর ইঙ্গিত ইরানের?

১৬

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পরামর্শ

১৭

বৃদ্ধার ভাতার টাকা ইউপি সদস্যের পকেটে

১৮

মেসি যাচ্ছেন না বার্সার অনুষ্ঠানে

১৯

‘শিবিরের নামে অপপ্রচার ভিত্তিহীন’

২০
X