গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩ নভেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার (৩ নভেম্বর) রাত ১২টায় রাজধানীর ভাটারা প্রগতি স্মরণি থেকে গুলি করার অভিযোগে করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সংগীতের জনপ্রিয় মুখ কৌশিক হোসেন তাপস। গান বাংলা টিভির কর্ণধারও তিনি। পাশাপাশি তাপস আওয়ামী সংস্কৃতি অঙ্গনের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গানবাংলা ভবনের ভাঙচুর করা হয়। ভবনটির অধিকাংশ ফ্লোরজুড়ে ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ বিভিন্ন যন্ত্রাংশ।
মন্তব্য করুন