কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১২:০৭ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ
শতাধিক মামলায় গ্রেপ্তার ৩৪

সাবেক চার মন্ত্রীসহ ৮ জন রিমান্ডে 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ছবি : সংগৃহীত
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলা ও হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও সরকার ঘনিষ্ঠ ৩৪ জনকে রাজধানীর বিভিন্ন থানায় করা শতাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে সাবেক ৫ মন্ত্রীসহ ৮ জনকে বিভিন্ন মেয়াদে মোট ৪১ দিন রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান ও মো. ইমরান আহম্মেদের পৃথক দুটি আদালত শুনানি শেষে এসব আদেশ দেন।

এর আগে রাজধানীর বিভিন্ন থানায় করা এসব মামলার তদন্ত কর্মকর্তারা সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব আসামিকে হাজির করে গ্রেপ্তার-রিমান্ডের আবেদন করেন।

এদিন সকালে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আদালতে নেওয়া হয় আওয়ামী লীগ সরকারের সাবেক এসব উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও ঘনিষ্ঠজনদের। এরপর একে একে তাদের আদালতে নেওয়া হয়। এ সময় শতাধিক মামলায় তাদের নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। পাশাপাশি রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর মধ্যে হাইকোর্টের জাল ভোটের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় পাঁচ দিন ও বাড্ডা থানার হত্যা মামলায় তিন দিনের রিমান্ড দেওয়া হয়।

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ধানমন্ডি থানার হত্যা মামলায় তিন দিন ও বংশাল থানার হত্যা মামলায় চার দিনসহ মোট সাত দিনের রিমান্ড আদেশ দেন আদালত। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের তিন দিন ও যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের তিন দিন রিমান্ডের আদেশ দেন আদালত। এ ছাড়া নিউমার্কেট থানার হত্যা মামলায় বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ৩ দিন, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর হয়।

এদিকে রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ডিএপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক ডিসি মশিউর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গুমের দায়ে ২২ জনকে বরখাস্তের খবরটি ভুয়া’ 

অনুমতি ছাড়া আর আইজিপির বাসভবনে যেতে পারবেন না পুলিশ সদস্যরা

ভারতে পালাতে গিয়ে আখাউড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

কুড়িগ্রামে মন্দিরে নির্মাণাধীন মূর্তি ভাঙচুরের অভিযোগ

সোহরাওয়ার্দী কলেজে ভাংচুর / প্রশাসনিক কাগজপত্র ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষার্থীদের

কারাগারে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক

নির্বাচনে আ.লীগের অংশ নেওয়া প্রশ্নে যা জানালেন সিইসি

জাকির-জয়দের ব্যর্থতার শেষ কোথায়

নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান

ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা ৭ ডিসেম্বর

১০

ভারতে ‘যৌন ব্যবসায়’ বাধ্য করা হচ্ছে বাংলাদেশি তরুণীদের

১১

নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা : প্রেস উইং

১২

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন

১৩

আ.লীগ দেশকে নরকপুরীতে পরিণত করেছিল : টুকু

১৪

বছরে দুবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা

১৫

সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি ও একটি মেডিকেল মিরাকল

১৬

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে : ঢাবি উপাচার্য

১৭

যুবদলে কোনো হাইব্রিডের জায়গা হবে না : শরীফ উদ্দিন

১৮

ইনিংস ব্যবধানে জিতল ঢাকা

১৯

মধুচন্দ্রিমার জন্য অদ্ভুত যত হোটেল

২০
X