কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ১০:২৯ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আপিল বিভাগে রানা প্লাজার মালিকের জামিন স্থগিত

রানা প্লাজার মালিক সোহেল রানা। ছবি : সংগৃহীত
রানা প্লাজার মালিক সোহেল রানা। ছবি : সংগৃহীত

সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৪ জনের মৃত্যুর ঘটনায় ভবন মালিক সোহেল রানার জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২৮ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। সেই সঙ্গে ২ মাসের মধ্যে হাইকোর্টকে রানার জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করতে বলেন।

এর আগে গত ১ অক্টোবর বিচারপতি মো. আতাউর রহমান খান ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোহেল রানাকে ৬ মাসের অন্তর্বর্তী জামিন দেন। সেই সঙ্গে সোহেল রানার নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেন উচ্চ আদালত।

তবে পরদিন ২ অক্টোবর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সোহেল রানার জামিন স্থগিত করেন। সবশেষ সোমবার সোহেল রানার পক্ষে আদালতে জামিন শুনানি করেন অ্যাডভোকেট শিশির মনির।

গত ১৫ জানুয়ারি দেয়া এক আদেশে আপিল বিভাগ মামলাটির বিচারকাজ ৬ মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দেন। সেই সঙ্গে নির্দেশনায় বেঁধে দেওয়া সময়ে বিচারকাজ শেষ করতে না পারলে তিনি (সোহেল রানা) যদি জামিন আবেদন করেন, তবে সংশ্লিষ্ট আদালতকে সে আবেদন বিবেচনা করতে বলা হয়েছিল। এ আদেশের পর প্রায় ৯ মাস হলেও এখন পর্যন্ত বিচারকাজ শেষ হয়নি।

প্রসঙ্গত ২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে দেশের ইতিহাসের সবচেয়ে বড় শ্রমিক হতাহতের ঘটনায় রানা প্লাজার নিচে চাপা পড়েন কয়েকটি পোশাক কারখানার ৫ হাজারের মতো শ্রমিক।

এ ঘটনায় প্রায় সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। পঙ্গুত্ব বরণ করেন আরও ১ হাজার ১৬৯ জন।

ওই সময় জানা যায়, ২০১৩ সালের ২৩ এপ্রিল সকাল সাড়ে ৯টায় সাভারের রানা প্লাজা ভবনের তৃতীয় তলায় পিলার ও দেয়ালে ফাটল দেখা দেয়। খবর পেয়ে বিজিএমইএ কর্মকর্তারা রানা প্লাজায় আসেন। তারা ওই ভবনের গার্মেন্ট মালিকদের পরামর্শ দেন-বুয়েটের ভবন বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করা পর্যন্ত সব কার্যক্রম যেন বন্ধ রাখা হয়।

তবে পাঁচ গার্মেন্ট মালিক এবং তাদের লোকজন ভয়ভীতি দেখিয়ে পর দিন (২৪ এপ্রিল) শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করেন। এর সঙ্গে যোগ দেন রানা প্লাজা ভবনের মালিক খালেক ও সোহেল রানা। পরে এ দিনই (২৪ এপ্রিল) ধসে পড়ে রানা প্লাজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার দৃষ্টিভঙ্গি আশাবাদী চশমা পরা মানুষের মতো: শ্রদ্ধা কাপুর

বাংলাদেশের সঙ্গে অনেকেই ‘গরীবের বউ সবার ভাবি’র মত আচরণ করছে : জামায়াত আমির

নারায়ণগঞ্জে যানজট নিরসনে যৌথ অভিযান ও জরিমানা

কোটা রেখেই রাবিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি

দেরিতে হলেও ভালো সিদ্ধান্ত বিসিবির : আশরাফুল

ভারতীয় গণমাধ্যম প্রতিদিন আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জবিতে পঞ্চম ধাপে ভর্তির সংশোধিত তারিখ প্রকাশ

খুলনায় ওয়ালটন কম্পিউটারের নতুন শোরুম উদ্বোধন

‘হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে’

১০

বিদেশি ভেজাল পণ্যে সয়লাব বাজার, ক্যানসারসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে মানুষ

১১

দেশে বিনিয়োগ করলে আমরা পাশে থাকব : ডা. শফিকুর রহমান

১২

গণঅভ্যুত্থানে আহতরা পাবেন ইউনিক আইডি

১৩

বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন : ভূমি উপদেষ্টা

১৪

ঢাবিতে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরনবিষয়ক বিশেষ কমিটি গঠন

১৫

ময়মনসিংহে বন্যার্তদের মাঝে তারেক রহমান প্রদত্ত ঢেউটিন বিতরণ

১৬

বিএনপি-ছাত্রদল নেতার সহযোগিতায় ৫০ কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ

১৭

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত সংশোধনী দ্রুত পাসের দাবি

১৮

ভারতে পাচারের সময় ১০ সোনার বারসহ আটক ১

১৯

চাঁদা না দেওয়ায় বশেমুরবিপ্রবির শিক্ষার্থীসহ তার পরিবারকে গুলি 

২০
X