সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ

রিমান্ডে সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান 

সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদকে তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। ছবি : কালবেলা
সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদকে তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। ছবি : কালবেলা

মানব পাচার ও সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাচান আদালতে আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী কামরুজ্জামান চৌধুরী ইমরান আহমেদের জামিন আবেদন করে আদালতে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিন আবেদনের ঘোর বিরোধিতা করে সর্বোচ্চ রিমান্ড প্রার্থনা করেন। উভয়পক্ষের যুক্তি-তর্ক শুনে ও মামলার এজহারের গুণাগুণ বিবেচনা করে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিন্ডিকেট করে অর্থ আত্মসাৎ ও মানব পাচারের অভিযোগে ৩ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলটি দায়ের করেন আফিয়া ওভারসিজের স্বত্বাধিকারী আলতাব খান। মামলার এজাহারে বাদী আলতাব খান অভিযোগ করেন, জনশক্তি রপ্তানিতে দুই হাজারের বেশি রিক্রুটিং এজেন্ট থাকলেও মামলার আসামিরা মাফিয়া সিন্ডিকেট চক্র ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য তৈরি করে সংবিধানের মূলনীতি পরিপন্থি জঘন্য অপরাধ করেছেন। মামলার আসামি সাবেক সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন সরকারি চাকরিরত অবস্থায় নিজ মন্ত্রণালয়ের অধীনে নিজ পুত্রকে সিন্ডিকেট চক্রের সদস্য হিসেবে ব্যবহার করেছেন। আর সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ তার শ্যালকের ছেলেকে বিধি বহির্ভূতভাবে প্রবাসী নামক একটি অ্যাপস চালু করার অনুমোদন দিয়ে চক্রকে সহযোগিতা করেছেন।

বাদী আরও উল্লেখ করেন, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ভয়ভীতি ও বলপ্রয়োগ করে মানব পাচারের উদ্দেশে বাদীর কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত চাঁদা হিসেবে প্রত্যেক প্রার্থীর বিপরীতে দেড় লাখ টাকা হারে ৮৪১ জনের ১২ কোটি ৫৬ লাখ এক হাজার টাকা আদায় করেছে। এ ছাড়া তারা সঙ্ঘবদ্ধভাবে অন্য ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ২৪ হাজার কোটি টাকা চাঁদা আদায় করে আত্মসাৎ করেছে।

মামলায় সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সাবেক সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সাবেক সংসদ সদস্য ও এম ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অব.), আহমেদ ইন্টারন্যাশনালের প্রোপাইটর ও সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ এবং ক্যাথারসিস ইন্টারন্যাশনালের প্রোপাইটর মো. রুহুল আমীন স্বপনসহ ১০৩ জনকে আসামি করা হয়।

এর আগে রোববার (২০ অক্টোবর) রাতে রাজধানীর বনানী থেকে ইমরান আহমেদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সিলেট-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য হওয়া ইমরান ২০১৮ সালে প্রথমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাকে এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করেছিলেন শেখ হাসিনা।

এ ছাড়াও পৃথক মামলায় তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ডিএপির গোয়েন্দা বিভাগের সাবেক এডিসি জুয়েল রানার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্র্যাবের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আবু আবিদ

‘ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না’

সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব : নজরুল ইসলাম

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের চাকরিতে সুযোগ দেওয়ার দাবি ঐক্য পরিষদের

কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে হবে বিডিআর মামলার বিচারকাজ

আইইউবিএটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

ক্যানসারে আক্রান্ত জান্নাত, প্রয়োজন আর্থিক সহায়তা

সাবেক এমপি নদভী চট্টগ্রামে আরও ৫ মামলায় গ্রেপ্তার

জরায়ু ক্যানসার সচেতনতা ও তহবিল সংগ্রহে জননীর জন্য পদযাত্রা

সবাই সবার জন্য দোয়া করি : তারেক রহমান

১০

শেখ হাসিনার আমলে নির্যাতিত চার সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির মিলনমেলা

১১

গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল

১২

টানা ছয় হারের পর ঢাকার দুর্দান্ত প্রত্যাবর্তন

১৩

গাজা উপত্যকা নিয়ে ইলন মাস্কের নতুন পরিকল্পনা

১৪

নতুন করারোপ জনজীবনে দুর্বিষহ অবস্থা সৃষ্টি করবে : খেলাফত মজলিস

১৫

ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে কুশিয়ারাপাড়ের মানুষের

১৬

নাগরিক কমিটির আরও ৪ প্রতিনিধি কমিটি ঘোষণা

১৭

‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি, আয় ৩০ কোটি টাকা!

১৮

অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ধরল জনতা, আটক ২

১৯

‘কারও কারও আচরণে পুরোনো জমানার মতো দম্ভ দেখা যাচ্ছে’

২০
X