মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
এর আগে দুদকের সহকারী পরিচালক ইসমাঈল হোসেন এ নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানান অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। দেশের বর্তমান বাস্তবতায় সাইফুজ্জামান শিখর ও তার স্ত্রী সীমা রহমানের দেশ ত্যাগের আশঙ্কা থেকে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক সময়ের এপিএস শিখর একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসনের এমপি হয়েছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনের সময় ওই আসনে আওয়ামী লীগ ক্রিকেটার সাকিব আল হাসানকে মনোয়ন দেয়।
মন্তব্য করুন