নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।
পল্টন থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
এর আগে গত সোমবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজ্জাকের বিরুদ্ধে হত্যাসহ অনেক মামলা রয়েছে। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা পরে জানানো হবে।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমক্ষে দেখা যায়নি। তিনি ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদে নির্বাচনে টাঙ্গাইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এর আগে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।
মন্তব্য করুন