দীর্ঘ অচলায়তন কাটিয়ে অবশেষে ঢাকার আদালতে নিয়োগ পেয়েছেন ৬৬৯ সরকারি আইন কর্মকর্তা। ঢাকার জেলা ও দায়রা জজ আদালত, ঢাকা মহানগর দায়রা জজ আদালত এবং এই দুই আদালতের অধীন বিভিন্ন পর্যায়ের আদালত ও ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপক্ষে আইনি লড়াই করবেন এসব আইনজীবী।
পাবলিক প্রসিকিউটর, বিশেষ পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তারা। একইসঙ্গে এসব পদে আগে যারা নিয়োগ পেয়েছিলেন, এ নিয়োগের মধ্যদিয়ে তাদের নিয়োগও বাতিল করা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জিপি-পিপি শাখার উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মো. ওমর ফারুক ফারুকী, ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের (দেওয়ানি) পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী আবুল খায়ের এবং জেলা ও দায়রা জজ আদালতের (ফৌজদারি) পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইকবাল হোসেন।
এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন শাহিনা হক বিউটি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন নাসিমা আক্তার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী সাজ্জাদ হোসেন সবুজ।
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী শাহানা সুলতানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াহিদুজ্জামান টিটু।
এ ছাড়াও বিভাগীয় বিশেষ জজ আদালত, পরিবেশ আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও ম্যাজিস্ট্রেট আদালতে মোট ৬৬৯ আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
মন্তব্য করুন