বাংলাদেশ সেনাবাহিনীর লোগো ব্যবহার করে অবৈধভাবে শহরের ভেতরে প্রবেশের সময় একটি ট্রাকসহ (চট্ট মেট্রো-চ-১১-৬০১২) মো. নজরুল ইসলাম (৫০) নামের চালককে আটক করেছে ওয়ারী জোন ট্রাফিক বিভাগ।
রোববার (১৩ অক্টোবর) সকালে ডেমরা স্টাফ কোয়ার্টার চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। ওই সময়ে আটকদের থানায় সোপর্দ করেন ডেমরা ট্রাফিক জোনের টিআই মুসা কলিমুল্লাহ।
আটক নজরুল কিশোরগঞ্জের সদর থানার চর পিতলগঞ্জ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। বর্তমানে তিনি ঢাকার তেজগাঁও বাসস্ট্যান্ড এলাকায় থাকেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ওই চালক দীর্ঘদিন ধরে ট্রাকটিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের স্টিকার প্রদর্শন করে ট্রাফিক পুলিশিএবং সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
টিআই মুসা কলিমুল্লাহ বলেন, রোববার সকালে ডেমরার স্টাফ কোয়ার্টারগামী ওই ট্রাকের আমরা গতিরোধ করি। এ সময় ট্রাকের সামনে ‘সেনাবাহিনীর জরুরি খাদ্য সরবরাহ কাজে নিয়োজিত’একটি স্টিকার (ফোন নম্বরসহ) সাঁটানো দেখি। এ সময় তার কাছে ট্রাকের কাগজপত্র দেখতে চাই। তার আচরণ দেখে সন্দেহ হলে চালক নজরুলকে আটক করি। পরে চেক করে দেখতে পাই, স্টিকারের বিপরীত পাশে বাংলাদেশ পুলিশ বাহিনীর লোগো ব্যবহার করছে চালক নজরুল। আর ট্রাকের কাগজ ও সেনাবাহিনীর অনুমতিপত্র চাইলে সে বলে কাগজ রয়েছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে।
তিনি আরও বলেন, এ ঘটনায় প্রত্যক্ষদর্শী স্টিকারের ফোন নম্বরে যোগাযোগ করলে সেনাবাহিনী ও পুলিশ জানায়, এ ট্রাকের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এ সময় ট্রাফিক ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মো. আনোয়ার সাঈদ স্যারের নির্দেশে চালক নজরুলকে ট্রাকসহ আটক করে ডেমরা থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, প্রতারক চালক ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন