চলমান পরিস্থিতিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলাসহ নানা অভিযোগে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে এসময় ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) দুপুরের দিকে এ তথ্য জানান আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা দিনের পর দিন শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন কারখানায় বিশৃঙ্খলা করাসহ শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সঙ্গে জড়িত। যৌথবাহিনীর চলমান অভিযানে তাদের গ্রেপ্তারের পর আজ আদালতে পাঠানো হয়।
আশুলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, পোশাকশিল্পে বিশৃঙ্খলার কারণে বেশ কিছু দিন ধরে পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় রাতে যৌথবাহিনী ১৬ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তারা পোশাকশিল্পকে অস্থিতিশীল করায় জড়িত।
বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুর্বৃত্তরা শিল্পখাতকে অস্থিতিশীল করতে কারখানা ভাঙচুর, শ্রমিকদের মারধরসহ নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন