যাত্রাবাড়ী, নিউমার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামপুর, কদমতলী ও বনানী থানার ১৪ মামলায় ৪৮ দিন রিমান্ডে পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন মামুন। এর আগে ১৮ দিন রিমান্ডে ছিলেন তিনি।
মঙ্গলবার (০৮ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে আসামির উপস্থিতিতে বিভিন্ন মেয়াদে রিমান্ড আবেদন করলে একের পর এক শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এসব আদেশ দেন।
রিমান্ড পর্যায়ক্রমে কার্যকর হবে বলে তিনি জানান। এ ছাড়া বনানী থানার দুটি এবং কদমতলী থানার এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে।
রাষ্ট্রপক্ষে বিএনপিপন্থি আইনজীবী ওমর ফারুক ফারুকী সহযোগিতা করেন এবং প্রত্যেক মামলায় সর্বোচ্চ রিমান্ড চেয়ে শুনানি করেন।
আসামিপক্ষের আইনজীবী বলেন, তাকে এর আগে ১৮ দিনের রিমান্ডে নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করে কিছু পাওয়া যায়নি, এত মামলায় গ্রেপ্তার দেখানোসহ রিমান্ড আবেদন তাকে হয়রানি করতেই করা হয়েছে। এসময় তারা মামুনের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।
মন্তব্য করুন