আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একজন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এক প্রজ্ঞাপনে আইনজীবী সাইমুম রেজা তালুকদারকে নিয়োগ দিয়েছে।
এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে একজন চিফ প্রসিকিউটরসহ প্রসিকিউটর পদে চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। চিফ প্রসিকিউটর পদে আইনজীবী তাজুল ইসলাম এবং আইনজীবী মিজানুল ইসলাম, আইনজীবী গাজী মোনাওয়ার হোসাইন তামিম, আইনজীবী বিএম সুলতান মাহমুদ, আইনজীবী আব্দুল্লাহ আল নোমানকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন