নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১২:২৩ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক এমপি একরামুল করিম নোয়াখালী কারাগারে

সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। ছবি : সংগৃহীত
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। ছবি : সংগৃহীত

নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজ্জাদ হোসেন একরামুল করিমকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। সকাল ৭টা ৪০ মিনিটে তাকে নোয়াখালী জেলা কারাগারে নেওয়া হয়।

এর বুধবার সকাল সোয়া ৭টায় তাকে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১নং আমলি আদালতে হাজির করা হয়। পরে সুধারাম মডেল থানার একটি হত্যা মামলায় একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নোয়াখালী জেলা কোর্ট পরিদর্শক শাহ আলম এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে কারাগারে তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে জেল সুপার গোলাম দস্তগীর জানান, সাবেক এ সংসদ সদস্যকে আপাতত কারাগারের সাধারণ ওয়ার্ডের একটি কক্ষে থাকতে দেওয়া হয়েছে। পরে প্রশাসনের নির্দেশ অনুযায়ী ডিভিশন কিংবা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জানা যায়, মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রামের খুলশির বাসা থেকে একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তার কাছ থেকে ২৬ হাজার ২০০ মার্কিন ডলার, দুই হাজার ১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও বাংলাদেশি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে আরও জানা যায়, একরামুলের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম থানায় একটি হত্যা, বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এ ছাড়া ঢাকার একটি থানায়ও তার বিরুদ্ধে মামলা আছে।

উল্লেখ্য, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ১৭ বছর ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। চারবারের এমপি একরামুল গত ১৫ বছরে নানা অনিয়ম ও দুর্নীতি করে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে নোয়াখালীর কবিরহাট ও সুবর্ণচরের বেশিরভাগ জনপ্রতিনিধি ছিলেন একরামুল করিম চৌধুরীর আত্মীয়। তার স্ত্রী কামরুন নাহার শিউলি কবিরহাট উপজেলার চেয়ারম্যান ছিলেন। সবশেষ উপজেলা নির্বাচনে একরামুল করিমের ছেলে আতাহার ইসরাক শাবাব চৌধুরী সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির রেকর্ড, জায়ান্টদের বড় জয়

ঢাবির কারস্-এ পরিচালক নিয়োগে সার্চ কমিটি গঠন

বিএনপি যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থাকে : ডা. জাহিদ

জনগণের শাসক না, সেবক পরিচয় দেবে জামায়াত : শফিকুর রহমান

ইসরায়েলে বন্দুকধারীর হামলায় নিহত ৮

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি

গুলশানের ডাবল মার্ডারের রহস্য উন্মোচন

প্রেমিকের সঙ্গে ম্যাডোনার ছবি ভাইরাল 

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীকে ৯ টুকরো করলেন স্ত্রী

লেবাননের বাংলাদেশিদের জরুরি বার্তা দূতাবাসের

১০

আ.লীগ শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে : ড. মাসুদ

১১

জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা-সমাবেশ না করার নির্দেশ

১২

লেবাননে প্রথমবার মুখোমুখি যুদ্ধ, ইসরায়েলি পদাতিক বাহিনীর গতিরোধ

১৩

সালাম মুর্শেদীর ১০ দিনের রিমান্ড আবেদন

১৪

পুলিশ হওয়ার স্বপ্ন টুকটুকির

১৫

ইতালিগমনেচ্ছুদের ভিসা সমস্যা নিয়ে সুখবর দিলেন রাষ্ট্রদূত

১৬

মহালয়ায় দুর্গার আবাহনে দেবীপক্ষের সূচনা

১৭

ইরানের হামলার পর নেতানিয়াহুর প্রতিক্রিয়া

১৮

৯০ শতাংশ মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি ইরানের

১৯

পুনর্বাসন কেন্দ্রে টইটম্বুর, পথেই কাটছে জীবন

২০
X