ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের পটপরিবর্তনের সময়কালে কারাগার থেকে ৪৩ সন্ত্রাসী জামিনে বের হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রি. জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। তিনি জানান, গণঅভ্যুত্থানের আগে এবং পরে কারাগারে বন্দি ছিল ১৫ হাজার; বর্তমানে সবাই কারামুক্ত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কারা অধিদপ্তরের বকশিবাজার কনফারেন্স রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব তথ্য জানান।
তিনি জানান, ৬৮টি কারাগারে ধারণক্ষমতা রয়েছে ৪২ হাজারের মতো। বর্তমানে বন্দির সংখ্যা ৫০ হাজারেরও বেশি।
আইজি প্রিজন জানান, আন্দোলনের সময় সারা দেশে ১৭টি কারাগারে হামলা হয়েছিল। তার মধ্যে ৮টি কারাগারে ব্যাপক হামলা হয়েছিল এবং ৫টি কারাগারে ভয়াবহ আক্রমণ ও বিশৃঙ্খলা হয়েছে। এর মধ্যে ২টি কারাগার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আক্রমণে ২৮২ কারাগারের কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
মন্তব্য করুন