বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত সুমন শিকদার হত্যা মামলায় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এ রিমান্ড আবেদন করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল আলম।
এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন সিকদার নামে এক পথচারী। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা ২০ আগস্ট বাড্ডা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ১৭৯ জনকে আসামি করা হয়।
মন্তব্য করুন