কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৪, ০৩:৪৭ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা-ইনু-মেননসহ ২৮ জনের নামে মামলা

শেখ হাসিনা, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নামে মামলা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) তাদের নামে মামলা করা হয়।

জানা গেছে, মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলা আরও অন্তত ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে আসামি করা হয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে সারা বাংলাদেশে নিহত এবং এ সময়ে আহত হয়ে পরবর্তীতে নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১) (২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের করেছেন।

এ সময়ে অপরাধের ধরন হিসেবে বলা হয়েছে, ১ থেকে ২৭ নং আসামীদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামীরা দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্রজনতাদের হত্যা করে তাদের সমুলে বা আংশিক নির্মূল করার উদ্দ্যেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠন করার অপরাধ।

এতে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া বাকি আসামিরা হলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্তিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু,সাবেক বন ও পরিবেশমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এছাড়া আরও রয়েছেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‌্যাবের সাবেক মহাপরিচালক মোঃ হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মিরপুর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বির,বাংলাদেশ যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম নিখিল, বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুর রহমান, মিরপুর থানা আওয়ামীলীগের সভাপতি মো. হানিফ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল মোল্লা, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর বাপ্পি। এছাড়া মামলায় সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অংগ সংগঠনসমূহকে অভিযুক্ত করা হয়েছে। এর বাইরে আরও অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী এবং পুলিশের কর্মকর্তা ও সদস্যসহ অনুমানিক ৫০০ জনের নামেও অভিযোগ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইরানকে থামাতে পারবে কি ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ছেলের গ্রেপ্তারের খবর শুনে বাবার মৃত্যু

পদত্যাগপত্র জমা দিয়েছেন সিনিয়র জেলা জজ বিকাশ কুমার সাহা

ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের অবরোধ

দেড় বছরেও মিলছে না জন্মসনদ, দুর্ভোগে পৌরবাসী

ঢাকায় আজ বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

ইসরায়েলের পরমাণু কর্মসূচি নজরদারিতে আনা উচিত: কাতার

আমিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুন

১০

ফুটবল খেলা শেষে ফেরার পথে নৌকাডুবি, ২৫ জনের মৃত্যু

১১

দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে : তথ্য উপদেষ্টা

১২

১১ মার্চ : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৩

ছাত্রলীগ নেতা আপেল গ্রেপ্তার

১৪

বাকৃবিতে ছাত্রীদের মশাল মিছিল

১৫

তিস্তা মহাপরিকল্পনা, গণশুনানির বদলে হলো মতবিনিময়

১৬

১১ মার্চ : আজকের নামাজের সময়সূচি

১৭

এবার ৭০ বছরের বৃদ্ধের হাতে শিশুকে ধর্ষণের অভিযোগ 

১৮

ডিলার নিয়োগে নাম বাদ, খাদ্য কর্মকর্তাকে শাসালেন যুবদল নেতা

১৯

ফুটপাতে ব্যবসা নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২০

২০
X