কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০৭:০৫ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হত্যা মামলায় সালমান এফ রহমান-আনিসুল হক রিমান্ডে

আদালতের হাজতে সালমান এফ রহমান এবং আনিসুল হক। ছবি : কালবেলা
আদালতের হাজতে সালমান এফ রহমান এবং আনিসুল হক। ছবি : কালবেলা

পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন গ্রেপ্তার দুই আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন।

এ মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী শাহজাহান আলী নিউমার্কেট থানার মিরপুর রোডের বলাকা সিনেমা হলের গলির মুখে পাপোশের দোকানে কাজ করত। প্রতিদিনের ন্যায় গত ১৬ জুলাই সকাল ৯টার দিকে দোকানে কাজ করার জন্য আসে। ওইদিন সন্ধ্যায় অজ্ঞাতনামা একজন মামলার বাদীকে মোবাইল ফোন দিয়ে জানায়, শাহজাহান আলী গুরুতর অসুস্থ অবস্থায় ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, উন্নত চিকিৎসার জন্য শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন তিনি।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, কোটা সংস্কারের অজ্ঞাতনামা বিরোধীরা, জামায়াত, শিবির ও বিএনপির সশস্ত্র আসামিরা এক হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে লোহার রোড, হকিস্টিক, লাঠিসোঁটা ইত্যাদি অস্ত্রসহ সায়েন্সল্যাব ক্রসিং হতে নিউমার্কেটের দিকে গাছ, লোহার রোলিং ভাঙচুর করতে করতে এগিয়ে আসে এবং রাস্তায় থাকা বিভিন্ন স্থাপনায় আগুন দেয়। তখন কোটাবিরোধী অজ্ঞাতনামা আন্দোলনকারীরা, জামায়াত-শিবির ও বিএনপির সশস্ত্র আসামিরা এক হয়ে অতর্কিতভাবে নিউমার্কেট থানাধীন মিরপুর রোডের টিটি কলেজের বিপরীত পাশে কাদের মার্কেটের সামনে পাকা রাস্তার ওপর শাহজাহান আলীকে আক্রমণ করে। অজ্ঞাতনামা আসামিরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে উপস্থিত পথচারীরা তাকে চিকিৎসার জন্য দ্রুত ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অবস্থা খারাপ দেখে পপুলার হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে গত ১৬ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা ও তার পরিবারের ১৬ কোটি টাকা ফ্রিজ

ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় নারীসহ গ্রেপ্তার ৩

রূপগঞ্জে পোশাক শ্রমিকদের অসন্তোষ, রণক্ষেত্র ঢাকা-সিলেট মহাসড়ক

একীভূত হতে পারে ইসলামী ব্যাংকগুলো : গভর্নর

মুজিববর্ষ পালনে রাষ্ট্রের চার হাজার কোটি টাকা ব্যয়, অনুসন্ধানে দুদক

হাসিনার ঘনিষ্ঠ জেলার মাহাবুবুল পালিয়েছেন ৩ আগস্ট

পারিশ্রমিক না পেয়ে বিসিবির দ্বারস্থ পারটেক্সের ক্রিকেটাররা

রূপগঞ্জে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, সংঘর্ষে আহত ৫০

চট্টগ্রাম টু কক্সবাজার ট্রেনের ফ্যানে দুর্গন্ধযুক্ত ডায়াপার

বিশ্বকাপের টুপি পরে ফরাসি সমর্থকদের আবার ক্ষেপালেন এমি মার্তিনেজ

১০

অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুদকে হাসনাত-সারজিস 

১১

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জনের পদত্যাগ

১২

কোকাকোলা নষ্ট করে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ

১৩

লিভারপুলে খেলা সাবেক ইসরায়েলি ফুটবল তারকার বাড়িতে গ্রেনেড হামলা

১৪

অবৈধ স্থাপনা উচ্ছেদ করল রেলওয়ে কর্তৃপক্ষ

১৫

হবিগঞ্জে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

১৬

১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা 

১৭

রূপসা থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ

১৮

ভালুকের শরীরে পচন, আ.লীগ নেতার সেই চিড়িয়াখানা সিলগালা

১৯

বাদাম ক্ষেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ

২০
X