কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ও কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত।
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত।

মুদি দোকানকার আবু সায়েদকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এসএম আমীর হামজা বাদী হয়ে এ আবেদন করেছেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান কামাল, পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আওয়ামী লীগের নেতারা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ সদস্যদের আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল সমাবেশ করে। ওই সব শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। গত ১৯ জুলাই মোহাম্মদপুরে বসিলার ৪০ ফিট এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করছিল। সেখানেও পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ মাথায় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মামলার বাদী বলেন, নিহত সায়েমকে তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের বোদা উপজেলার নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে সন্তান সেখানেই থাকেন। এ কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এ জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলার আবেদন করলেন।

মামলার অভিযোগে বাদী আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশদের নির্দেশ দিয়ে মিছিলে গুলি চালায়। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। কাজেই এর বিচার হওয়া প্রয়োজন।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটিই প্রথম মামলার আবেদন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামজার মতো লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন দেখেন জায়ান

‘কোনো ধর্মের লোক বাদ দিয়ে সম্প্রীতিমূলক রাষ্ট্র হবে না’

রাজশাহীর সাবেক এমপি আসাদ রিমান্ডে

এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির চুক্তি বাতিল

স্বৈরশাসকদের অধ্যায় কারাগারেই শেষ হয় : প্রেস সচিব

নাশকতার মামলায় বগুড়ায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরে ২ রোহিঙ্গা যুবক আটক

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালকের পরিচয়

পূজা কমিটির সম্পাদক তাপস পালের স্ত্রীর পরলোকগমন

হাজারীবাগ থানা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাজীবকে অব্যাহতি

১০

রাজশাহীতে তেলের ডিপোতে ভয়াবহ আগুন

১১

গাজীপুরে কারখানায় আগুন, নিহতের সংখ্যা বেড়ে ২

১২

রাজধানীতে শটগানের ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার

১৩

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক আ. ছালাম খান

১৪

মোহাম্মদপুরে তালিকাভুক্ত ৬ চাঁদাবাজ গ্রেপ্তার

১৫

নির্বিঘ্নে গান করার সুষ্ঠু পরিবেশের দাবি লালনগীতি শিল্পীদের

১৬

আমরা প্রস্তাব দেব, বাস্তবায়ন করবে সরকার : বদিউল আলম মজুমদার

১৭

সমাবেশ ডেকেছে সিপিবি

১৮

জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার ধীর গতিতে চলছে : আমিনুল হক 

১৯

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

২০
X