গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

মা-মেয়েকে ৯ ঘণ্টা তালাবদ্ধ করে রাখল প্রতিপক্ষরা

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

গোপালগঞ্জের মুকসুদপুরে মা-মেয়েকে প্রায় ৯ ঘণ্টা তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পুলিশ খবর পেয়ে তাদের প্রায় ৯ ঘণ্টা পর উদ্ধার করেছে।

শুক্রবার (২৮ জুন) উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমড়া কান্দি উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে উপজেলার রাঘদি ইউনিয়নের ডোমড়া কান্দি উত্তরপাড়া গ্রামের মাজেদ মোল্লার স্ত্রী রুবিয়া বেগম ও মেয়ে সোনিয়া আক্তারকে বিকেল ৫টা থেকে রাত ২টা পর্যন্ত বসতঘরে তালাবদ্ধ করে রাখেন একই এলাকার আবু সাঈদ মোল্লা ও হাবি মোল্লা।

সোনিয়া আক্তার কালবেলাকে বলেন, জমি নিয়ে আবু সাঈদ মোল্লা গংদের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকেল ৫টার দিকে আমি ও আমার মা ঘরে থাকা অবস্থায় দরজার বাহির থেকে তালা লাগিয়ে দেয় আবু সাঈদ মোল্লা ও হাবি মোল্লা। পরে রাত ২টার দিকে মুকসুদপুর থানা পুলিশ ঘরের দরজায় লাগানো তালা খুলে আমাদের উদ্ধার করে।

তিনি বলেন, মুকসুদপুর থানা পুলিশের এসআই মোবারককে সন্ধ্যার সময় ঘটনাটি জানালেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে যাওয়ার পরামর্শ দেন। আমি ও আমার মা ঘরের ভেতরে তালাবদ্ধ থাকা অবস্থায় কীভাবে বাহির হবো বললেও তিনি বলেন, চেয়ারম্যানের কাছে যাও।

এ বিষয়ে জানতে এসআই মোবারকের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

মুকসুদপুর থানার ওসি মো. আশরাফুল আলম বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। আপনার কাছ থেকে জানতে পারলাম। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সরোয়ার বলেন, ওসি স্যার আমাকে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে মা-মেয়েকে ঘরের বাহির থেকে দরজায় তালাবদ্ধ অবস্থায় পাই। বাড়িতে কোনো পুরুষ লোক না থাকায় বৃদ্ধ এক নারী তালার চাবি দেন। পরে রুবিয়া বেগম ও মেয়ে সোনিয়া আক্তারকে মুক্ত করি।

তিনি বলেন, জানতে পেরেছি, আবু সাঈদ মোল্লা ও হাবি মোল্লা ঘরের দরজা তালাবদ্ধ করে মা-মেয়েকে আটক করে রাখে।

এলাকায় না থাকায় এ বিষয়ে জানতে আবু সাঈদ মোল্লা ও হাবি মোল্লার সঙ্গে যোগযোগ করা সম্ভব হয়নি।

এর আগে গত ২৫ এপ্রিল জমিসংক্রান্ত বিরোধের জেরে স্ত্রী রুবিয়া বেগমকে কুপিয়ে আহত করে আবু সাঈদ মোল্লা ও হাবি মোল্লাসহ ৯ জন। পরে ২৯ এপ্রিল ৯ জনকে আসামি করে রুবিয়া বেগমের মেয়ে সোনিয়া আক্তার বাদী হয়ে গোপালগঞ্জ আদালতে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাই নদীতে সেতু নির্মাণের দাবি চার জেলার মানুষের

সেল্টিক ফুটবল ক্লাব: যার সমর্থকরা সবসময় ফিলিস্তিনের পাশে অনড়

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মানববন্ধন 

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা চেয়ারম্যান আশিক

ঢাকায় রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

স্টার্টআপের জন্য ৫০০ কোটি টাকার ফান্ড তৈরি করছে বাংলাদেশ ব্যাংক

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় বাবর আলী

জুলাই আন্দোলনে চোখ হারানো যুবককে কোপাল সন্ত্রাসীরা

গাজায় গণহত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা

গাজায় কেউই এখন ‘ঠিকমতো খাবার পাচ্ছে না’

১০

অভিনেতা জামিলের স্ত্রী মুনমুনের পরিচয়

১১

গাজাবাসীদের নিয়ে শাকিব খানের আবেগঘন স্ট্যাটাস

১২

দীর্ঘ নিষেধাজ্ঞার পর মাঠে ফিরছেন নাসির

১৩

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন 

১৪

‘এমন নিকৃষ্টদের আপনি ধ্বংস করে দেন প্রভু’

১৫

সারা দেশে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস 

১৬

চাকরি হারালেন ড্যাফোডিলের সেই শিক্ষিকা

১৭

বাগেরহাটে বাণিজ্যিক ভবনে আগুন, প্রাণ গেল নারীর

১৮

আমৃত্যু ফিলিস্তিনের সমর্থক ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা

১৯

গাজায় ইসরায়েলি গণহত্যা / সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রশিবিরের

২০
X