যশোরের মনিরামপুর উপজেলায় এক হিজড়াকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) রাতে খানপুর ইউনিয়নের মাছনা গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
ওই হিজড়ার নাম মঙ্গলী ওরফে পলি (৩২)। তিনি উপজেলার ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেকের সন্তান।
স্থানীয়রা জানায়, মঙ্গলী মাছনা গাজিপাড়া গ্রামে জমি কিনে বাড়ি করে একাকী বসবাস করতেন। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে নিজ বাড়ির ঘরে তিনি ঘুমাতে যান।
শুক্রবার (২৮ জুন) রাত সাড়ে ৭ টার দিকে প্রতিবেশীরা মঙ্গলীর বাড়িতে যায়। তাকে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘর থেকে মঙ্গলীর গলা কাটা লাশ উদ্ধার করেছে।
মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদি মাসুদ বলেন, গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মঙ্গলীকে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।
মন্তব্য করুন