চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৩:০১ এএম
অনলাইন সংস্করণ

‘হেলমেট বাহিনী’র তাণ্ডব, ফের ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন খান। ছবি : কালবেলা
মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন খান। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে একের পর এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কুপিয়ে জখমের ঘটনা ঘটিয়েই চলছে। শুক্রবার (২৮ জুন) রাত আটটার দিকে উপজেলার মনোহরপুর আলা মোড় নামক স্থানে মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খানকে (সুরোদ্দীন) কুপিয়ে জখম করেছে ‘হেলমেট বাহিনী’। এর আগে একইভাবে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানকে কুপিয়ে রক্তাক্ত জখম করে হেলমেট পরিহিত দুজন ব্যক্তি।

স্থানীয়রা জানান, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন রাত আটটার দিকে আলা মোড় থেকে হেটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে মোটরসাইকেলযোগে হেলমেট পরিহিত দুজন ব্যক্তি তার পিঠের ডান দিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। পরে চেয়ারম্যানের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত ভাবে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ওসি ফেরদৌস ওয়াহিদ, জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, ‘চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন রাতে অজ্ঞাত ব্যক্তি দ্বারা আহত হয়েছেন। পেছন থেকে কে বা কারা এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। আমরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

উল্লেখ্য, গত ২৮ মে সকাল ১০টার দিকে দর্শনা থেকে ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত জখম হন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান। তিনি বর্তমানে ঢাকার মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব হামলার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না : র‍্যাব মহাপরিচালক

ট্রাকচাপায় প্রাণ গেল তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তার

চুয়েটের সব পরীক্ষা স্থগিত

কোপায় চতুর্থ আর্জেন্টাইন কোচ নিষিদ্ধ

রংপুরে চালু হচ্ছে দেশের প্রথম রোবটিক সার্জারি

দেশে ফিরেছেন ৩৬ হাজার ৭৪৭ হাজি, ৫৬ বাংলাদেশির মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

দেশের ১৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় 

বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস ও সাফল্যের অবিচ্ছেদ্য অংশ ঢাবি : রাষ্ট্রপতি

কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ যারা

১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবি

১১

লালমনিরহাটে পরীক্ষায় বসতে পারেননি ১৬ শিক্ষার্থী

১২

০১ জুলাই : নামাজের সময়সূচি

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৪

উত্তাল চবি ক্যাম্পাস

১৫

নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল যুবকের

১৬

খুবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

জরুরি বিভাগে ‘সেবা না পেয়ে’ নার্সের ওপর হামলা

১৮

শেকৃবি উপাচার্যের আমলনামা চেয়েছে ইউজিসি

১৯

ঝিনাইদহে মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন

২০
X