নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী কাভার্ডভ্যান, পিকআপভ্যান ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত। এ সময় পিকাপের চালকের সহকারী গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুর দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
পিকআপভ্যানের চালক নিহত মো. বাচ্চু মিয়া (৩০) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা। চালকের সহকারী আহত ফয়সাল (২৩) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মুদ্রম এলাকার করিম মিয়ার ছেলে। ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক (ভৈরব) থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং যাত্রীবাহী লেগুনা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত এবং সহকারী গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট সাকের আহমেদ বলেন, বেলা ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় পিকআপে চাপাপড়া চালকের মরদেহ উদ্ধার করা হয়। তিনটি গাড়িই জব্দ করা হয়েছে। এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন