বগুড়া ব্যুরো ও সোনাতলা প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুন ২০২৪, ০৬:৫৭ এএম
আপডেট : ২৮ জুন ২০২৪, ০৭:২৮ এএম
অনলাইন সংস্করণ

হাতি দিয়ে চাঁদাবাজি, অতিষ্ঠ পথচারীরা

মোটরসাইকেলের যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছেন এক মাহুত। ছবি : কালবেলা
মোটরসাইকেলের যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছেন এক মাহুত। ছবি : কালবেলা

বগুড়ার সোনাতলায় পথে পথে ঘুরে বেড়াচ্ছে বিশালদেহী হাতি। এতে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারছে না শিক্ষার্থী, পথচারীসহ কোনো যানবাহন। পিঠে বসে থাকা মাহুত হাতির শুঁড় দিয়ে পথচারীদের ও গাড়ি চালকদের কাছ থেকে টাকা উত্তোলন করছেন।

হাতির শুঁড় এগিয়ে দিচ্ছে পথচারীদের কাছে। শুঁড়ের মাথায় টাকা গুজে দিলেই সরে যায় হাতিটি। পথচারীদেরকে জিম্মি করে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি। পথচারীরা ভয়েই টাকা বের করে দেয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) উপজেলার সোনাতলা-হরিখালী, চরপাড়া-পাকুল্যা, সৈয়দ আহম্মদ কলেজ-হাটকরমজা, গণশারপাড়া-নারচীসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, হাতি দিয়ে ব্যারিকেড দিয়ে টাকা তুলছেন মাহুতরা। টাকা না দিলে পথচারীদের যেতে দেওয়া হয় না। শুঁড়ে টাকা দিলেই যেতে দেওয়া হয় সবাইকে।

এ বিষয়ে হাটকরমজা এলাকার মতিউর রহমান নামের এক পথচারী বলেন, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার সময় আমি সৈয়দ আহম্মেদ কলেজ স্টেশন অতিক্রম করার সময় হাতির মাহুত হাতি দিয়ে আমার পথরোধ করে ২০০ টাকা আদায় করেছে।

আজাদুল ইসলাম নামের অপর এক পথচারী বলেন, বিকেল সাড়ে ৫টার সময় সর্জনপাড়া বাঙ্গালী নদী অতিক্রম করার সময় মাহুত ব্রিজের ওপর হাতি দিয়ে ব্যারিকেড দেয়। এ সময় মোটরসাইকেলে স্ত্রীসহ বাচ্চারা হাতি দেখে ভয়ে চিৎকার করে। এ সময় ওই হাতিকে ৫০০ টাকা দিয়ে আমাকে যেতে হয়েছে। এ ধরনের রাস্তায় হাতি দিয়ে চাঁদাবাজির ঘটনা অহরহ ঘটছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হাতির মাহুত বলেন, আমরা ছয়জন গত দেড় মাস আগে সিরাজগঞ্জ থেকে বগুড়ার সোনাতলায় এসে বিভিন্ন এলাকায় অবস্থান করছি। হাতির খাবারের জন্য রাস্তায় রাস্তায় পথচারীদের কাছ থেকে টাকা নিয়ে থাকি।

বাবু মিয়া নামের আরেক মাহুত বলেন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রাস্তায় পথচারীদের হাতি দিয়ে ব্যারিকেড দিয়ে ৫ থেকে ৭ হাজার টাকা তোলা সম্ভব হয়।

সোনাতলা থানার ওসি বাবু কুমার সাহা বলেন, লোকমুখে এ ধরনের চাঁদাবাজির কথা শুনেছি। তবে কেউ সুনির্দিষ্টভাবে থানায় এসে অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার : মির্জা ফখরুল

‘সকল রাষ্ট্রদ্রোহী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

গুচ্ছ ভর্তি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

জুলাই গণঅভ্যুত্থান / শহীদ ২৫ পরিবারকে ৮ লাখ টাকা করে আর্থিক অনুদান

পাকিস্তানে পিটিআই’র বিক্ষোভ / মানবাধিকারের প্রতি সম্মান জানাতে যুক্তরাষ্ট্রের আহ্বান

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি, কী বলছে সরকার

গুলির মুখেও এগিয়ে যাচ্ছেন ইমরান সমর্থকরা, ভয়াবহ সংঘাতের আশঙ্কা

কিশোরগঞ্জে বাসা থেকে দুই সন্তানসহ বাবা-মায়ের মরদেহ উদ্ধার

ভোটার তা‌লিকা হালনাগাদ হলেই নির্বাচনের তারিখ ঘোষণা : ধর্ম উপদেষ্টা

১০

‘সংঘাত, অস্থিরতা ও আন্দোলনের মিত্রদের বিভক্তির দায় সরকার এড়াতে পারে না’

১১

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক / মোহাম্মদ হারুন-উর রশিদ আর নেই

১২

জুলাই বিপ্লব ইতিহাসের ইতিবাচক পরিবর্তন : শফিকুর রহমান

১৩

দেশ মাতৃকার বিরুদ্ধে চক্রান্ত থেমে নেই : তারেক রহমান

১৪

বগুড়ায় প্রথম আলো কার্যালয়ে হামলা-ভাঙচুর

১৫

আমরা লড়াই করে গণতন্ত্র ফেরত আনব : টুকু

১৬

শাপলা চত্বরে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে হেফাজতের মামলা

১৭

বিনাসুদে লাখ টাকা ঋণ / ‘অহিংস গণঅভ্যুত্থানের’ আহ্বায়ক মোস্তাফাসহ ১২১৯ জনের বিরুদ্ধে মামলা

১৮

প্রাক্তন আবারও ফিরতে চায়, বুঝবেন যেসব লক্ষণে 

১৯

ইমরান খানের সমর্থকদের লক্ষ্য করে মুহুর্মুহু গুলি, মুহূর্তে জনশূন্য ডি-চক

২০
X