পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম বলেছেন, বাংলাদেশ হবে দরিদ্র মুক্ত ও উন্নত রাষ্ট্র। সেই লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের সহায়তা করুন।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে টাউন হল অ্যাড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিবর্গকে নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ময়মনসিংহের উন্নয়নে জনপ্রতিনিধিদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। আগামী এক বছর পর নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হবে। আপনাদের নিজ এলাকার উন্নয়ন প্রকল্পগুলো তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করুন। কোনো প্রকল্পই আটকাবে না। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নিশ্চয়ই এ জেলার চেহারা পরবর্তন হবে যাবে। এই বরাদ্দগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনে আর্থিক ব্যয় বৃদ্ধি করা হবে।
অত্যাধুনিক ও সুপরিকল্পিত নগরী গড়তে তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়রকে উন্নয়ন প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাতে বলেছেন। এ তিনি ওই প্রকল্প বাস্তবায়নে শতভাগ সহায়তার আশ্বাস দেন। তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেন, আপনারা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ না নিলে আমি হেরে যাব।
ময়মনসিংহ একটি ঐতিহ্যবাহী জেলা। এজলার উন্নয়নে জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি অত্যাধুনিক ও সুপরিকল্পিত ময়মনসিংহ নগরী গড়তে জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, আপনাদের দেওয়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সরকার ময়মনসিংহকে সুন্দর জেলায় পরিণত করবে। তিনি সকল সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার প্রকল্প প্রস্তুত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণের পরার্মশ দেন। তাহলেই জেলার জন্য আমার কাজ করতে সুবিধা হবে।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, মাহমুদুল হক সায়েম, নিলুফার আনজুম পপি, নজরুল ইসলাম, আব্দুল মালেক সরকার, এবিএম আনিছুজ্জামান, মাহমুদ হাসান সুমন, আব্দুল ওয়াহেদ, সিটি মেয়র ইকরামুল হক টিটু, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়োরম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান প্রমুখ।
মন্তব্য করুন