ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় হত্যা মামলায় ৬ জনের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি : কালবেলা
দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ছোটধুশিয়ায় চাঞ্চল্যকর নুরুল হক হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার ( ২৬ জুন) দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। এ মামলায় আরও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ সময় দণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা করে আদালত।

মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নুরুল হক হত্যা মামলার এজাহারে ২২ জন আসামি ছিল। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। রায় প্রদানের সময় আদালতের এজলাসে ১১ জন আসামি উপস্থিত ছিলেন। বাকি ৭ আসামি পলাতক রয়েছে। তিনি আরও বলেন, এ মামলার বিচারকার্য চলাকালে ২ আসামি মারা গেছেন এবং ২ আসামিকে মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক। এ মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার ছোটধুশিয়া গ্রামের মৃত আ. আজিজ মিয়ার ছেলে মো. মাছুম (৩৫), মৃত আ. লতিফের ছেলে তাজুল ইসলাম (৩২), আবদুল কাশেমের ছেলে মো. মোস্তফা (২৪), ডা. মনু মিয়ার ছেলে মোঃ কাইয়ুম (২৫), আবদুল ছাত্তারের ছেলে মো. কাইয়ুম (২৮), মৃত আব্দুল মালেকের ছেলে মো. তবদুল হোসেন (৪০)।

অপরদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার ছোটধুশিয়া গ্রামের মৃত ওয়াব আলীর ছেলে মো. নান্নু মিয়া (৪০), মৃত আলী মিয়ার ছেলে আ. মতিন মিয়া (৪০), মৃত আ. খালেক সাইদুল ইসলাম (২৪), সিদ্দিকুর রহমানের ছেলে বাবুল মিয়া (২৫), মৃত আ. লতিফ এর ছেলে সফিকুল ইসলাম (৩৫), মৃত নায়েব আলীর ছেলে মো. মোসলেম মিয়া (৪৫), নান্নু মিয়ার ছেলে মো. সফিকুল ইসলাম (২৮), মৃত আ. বাতেনের ছেলে মো. হেলাল মিয়া (২৫), সরু মিয়ার ছেলে মো. আউয়াল মিয়া (৩০) ও মৃত আ. মতিন মিয়ার ছেলে বিল্লাল হোসেন (৩০)।

এ মামলার বাদী নুরুল হকের ছেলে শরিফুল ইসলাম জানান, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মামলার এক নম্বর আসামি মাসুমসহ অন্যান্য আসামিরা নুরুল হককে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। এ ঘটনায় ২২ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। বিজ্ঞ আদালত উভয়পক্ষের সাক্ষ্যপ্রমাণ শেষে এই রায় ঘোষণা করেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আবদুল মমিন ফেরদৌস। তিনি বলেন, আমরা ন্যায় বিচার পাইনি। আসামিরা উচ্চ আদালতে যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও সেন্ট্রিফিউজ চালু, পরমানু অস্ত্র তৈরি শুরুর ইঙ্গিত ইরানের?

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পরামর্শ

বৃদ্ধার ভাতার টাকা ইউপি সদস্যের পকেটে

মেসি যাচ্ছেন না বার্সার অনুষ্ঠানে

‘শিবিরের নামে যে অপপ্রচার চালানো হয় তা ভিত্তিহীন’

ড্রেনের ওপর ঢালাই দিয়ে রাস্তা বৃদ্ধি

অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭৫

অন্তর্বর্তী সরকারকে সঠিক ইতিহাস নির্ধারণের আহ্বান মঈন খানের

ফার্মগেটে ব্যাংকের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আগে স্থানীয় পরে জাতীয় নির্বাচনের পরামর্শ

১০

মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনায় মায়ামি

১১

‘একটা মূর্তি বানাতে হাজার কোটি টাকা অপচয় হয়েছে’

১২

ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ প্রদান মামলার রায় স্থগিত

১৩

কদমতলীতে ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

১৪

কায়কোবাদ-তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি সনাতন ধর্মাবলম্বীদের

১৫

পিকনিকের বাসে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ৩ শিক্ষার্থীর

১৬

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা, বাংলাদেশেও চাপে পড়তে পারেন আদানি

১৭

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার উপায়

১৮

৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয় : জ্বালানি উপদেষ্টা

১৯

ভয়েস অব আমেরিকার জরিপ / এক বছরের মধ্যে নির্বাচন চান ৬১.১% মানুষ

২০
X