নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে নাসির (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন। মঙ্গলবার (২৫ জুন) রাতে শহরের মন্ডলপাড়া এলাকার মা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত হোসিয়ারি শ্রমিক নাসির নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার ফরাজিকান্দা এলাকার বাবুল শেখের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে নাসিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একদল মাদক ব্যবসায়ী প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, রাতে মন্ডলপাড়া মা হোটেলের সামনে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে প্রকাশ্যে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। হত্যাকাণ্ডের মূল কারন উদঘাটনে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান করা হচ্ছে। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) রাখা হয়েছে।
মন্তব্য করুন