সুনামগঞ্জের হাওরবেষ্টিত উপজেলা শাল্লায় গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে সুজাত মিয়া (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। সে উপজেলার শাল্লা ইউনিয়নের শহদেব পাশা গ্রামের কবির মিয়ার ছেলে।
জানা যায়, মঙ্গলবার (২৫ জুন) বেলা ২টার দিকে নিহত সুজাত মিয়া সহপাঠীদের সঙ্গে বাড়ির দক্ষিণ পাশে ছায়ার হাওরে বর্ষার পানিতে গোসল করতে যায়। এ সময় পাশে অবস্থিত মসজিদের ঝুলন্ত বৈদ্যুতিক তারের সঙ্গে আটকে যায় সুজাত মিয়া। পরে তার চিৎকারে সহপাঠীসহ গ্রামের লোকজন গিয়ে দেখতে পান সে বিদ্যুতের তারের সঙ্গে আটকে আছে। এমতাবস্থায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে তাকে উদ্ধার করে শাল্লা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. অমর ফারুক সুজাতকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাল্লা থানার ওসি মিজানুর রহমান।
মন্তব্য করুন