সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যথাসময়ে উদ্বোধন হবে বঙ্গবন্ধু রেলসেতু

বঙ্গবন্ধু রেলসেতু। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু রেলসেতু। ছবি : কালবেলা

বঙ্গবন্ধু রেলসেতুর মূল স্ট্রাকচারের কাজ শেষ। যথাসময়ে উদ্বোধনের আশা রেল কর্তৃপক্ষের। এদিকে উদ্বোধনের প্রহর গুনছে রেলসেতুর পূর্ব ও পশ্চিম পাড়ের স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে যমুনা নদীর উভয় পাশের স্থানীয় বাসিন্দাদের মধ্যে বইছে উচ্ছ্বাস-আনন্দ। এতে বাংলাদেশের জন্য সম্ভাবনার দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে যমুনা নদীর উপর দেশের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’। দেশি-বিদেশি সহস্রাধিক প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীর দিন-রাত পরিশ্রমে এগিয়ে চলেছে এই বৃহৎ নির্মাণ যজ্ঞ। সবমিলিয়ে প্রকল্প কাজের প্রায় ৮৯ শতাংশ সম্পন্ন হয়েছে। এই রেলসেতু চালু হলে ঢাকা ও উত্তরবঙ্গের ২২টি জেলার সঙ্গে ট্রেন চলাচল সহজ করবে। একই সঙ্গে আন্ত এশিয়া রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ করিডর হিসেবে কাজ করবে।

রেলসেতু কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালের নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলসেতুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ মেগা প্রকল্পের মোট বরাদ্দ প্রায় ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা। ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুর কাজ শেষ হলে এর ওপর দিয়ে ৮৮টি ট্রেন চলাচল করবে। ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিতে চলবে।

রেলসেতুর পূর্ব পাশের স্থানীয় বাসিন্দা রেজাঊল, মতিন ও নয়ন সরকার বলেন, রেলসেতুর মাধ্যমে যাত্রীসেবার মান বাড়বে পাশাপাশি ব্যবসা বাণিজ্যও দ্রুত প্রসার ঘটবে। এক সময় এই যমুনা পাড়ের মানুষ কষ্টে দিন যাপন করছে। আজ বঙ্গবন্ধু সেতু হওয়ায় এই এলাকার মানুষের সচ্ছলতা ফিরে এসেছে। দ্রুতগতিতে রেলসেতুর কাজটি হয়ে গেলে এই এলাকার মানুষের সচ্ছলতার আরও এক ধাপ এগিয়ে যাবে। এদিকে আমাদের এলাকার জমির দামও বেড়ে যাবে। তাই শুনতে পারছি, প্রধানমন্ত্রী চলতি বছরে অর্থাৎ আগামী ডিসেম্বরে না কি উদ্বোধন করবেন। যথাসময়ে উদ্বোধন হলে আমরা গর্বিত এবং আনন্দিত।//////

রেলসেতুতে কাজের শ্রমিক হানিফ ও শহীদুলসহ বেশ কয়েকজন বলেন, বঙ্গবন্ধু রেলসেতুতে কাজ করে তারা আনন্দ পাচ্ছেন। এত বড় কাজের শ্রমিক হয়ে তারা কাজ করছেন-এটা আল্লাহর অপার রহমত। রেলসেতুতে তাদের মতো আরও বহু শ্রমিক কাজ করছেন। তারা আনন্দ পান- কারণ দেশের এত বড় একটা রেলসেতুর অংশীদার। তাদের পরিবারও গর্ব করে বলতে পারছেন- বৃহত্তর রেলসেতু নির্মাণে তারা কাজ করছেন। দেশের জন্য কাজ করছেন- এজন্য অনেক ভালো লাগে।

টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির বলেন, এ রেলসেতু দেশের উত্তরবঙ্গের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন। তিনি মনে করেন, দ্রুতগতিতে রেলসেতুটি হয়ে গেলে এই এলাকার মানুষের সচ্ছলতার আরও একধাপ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলবাসীর একটা স্বপ্নের প্রজেক্টে ইকোনমিক জোন। এই রেলসেতুর উত্তর পূর্ব পাশে ইকোনমিক জোন হওয়ার জন্য কাজ চলছে। এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের জায়গা হবে। এই রেলসেতু নির্মাণ হলে যে কোনো জায়গা থেকে সহজেই পণ্য পরিবহন সহজ হবে। বিশেষ করে উত্তরাঞ্চলের সঙ্গে আমাদের যোগাযোগের রেলসেতু একটি সেতুবন্ধন করে দিবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রধান প্রকৌশলী মো. তানভীরুল ইসলাম দৈনিক কালবেলাকে জানান, টাঙ্গাইলে যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতু এখন পুরোটাই দৃশ্যমান। আগামী ডিসেম্বরে নির্ধারিত সময়ে বৃহৎ এ সেতু উদ্বোধনের আশা করছেন।

এ ছাড়া দু’পাশের রেললাইনের কাজও শেষের দিকে। সেতুর পূর্ব ও পশ্চিম স্টেশনের কাজও শেষের পথে। এখন আধুনিকায়নের কাজ শেষ করতে দিনরাত পরিশ্রম করছে। ফলে আ লিক ও উপ-আ লিক রেলওয়ে রুট এবং ট্রান্স-এশিয়ান রেলপথ নেটওয়ার্ক এখন আর স্বপ্ন নয়-হাতের মুঠোয় চলে আসছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান দৈনিক কালবেলাকে বলেন, ভিয়েতনাম, নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও বাংলাদেশের কর্মীরা নিয়োজিত আছেন। ইতিমধ্যে ভিয়েতনাম ও মিয়ানমার থেকে আনা মরিচারোধী স্টিলের স্প্যান সেতুর ওপর বসানোর কাজ শেষ হয়েছে। এতে সেতুর ওপর রেললাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি রক্ষণাবেক্ষণ খরচও কম।

তিনি আরও জানান, বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডুয়েলগেজ ডাবল ট্র্যাকসহ প্রায় ৪ দশমিক ৮ কিলোমিটার এই রেলসেতুর দুইপাশে ০.০৫ কিলোমিটার ভায়াডাক্ট, ৭ দশমিক ৬৭ কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ এমব্যাংকমেণ্ট এবং লুপ ও সাইডিংসহ মোট ৩০ দশমিক ৭৩ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মীমাংসায় বসে তর্ক, ভাইয়ের হাতে ভাই খুন

‘সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন’

জমি নিয়ে দ্বন্দ্ব, বাঁশের লাঠির আঘাতে যুবক নিহত

কেন্দ্রীয় ছাত্রদল নেত্রীর আত্মহত্যার চেষ্টা

খাটের উপরে স্ত্রীর মরদেহ, সন্তানদের নিয়ে উধাও স্বামী

বিএনপি নেতা বুলু হাসপাতালে ভর্তি

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনে ছাত্রশিবিরের আহ্বান

ট্রেনে জীবনের ঝুঁকি নিয়ে ফিরছেন কর্মজীবীরা

নাটোরে শিলাবৃষ্টি, আম-লিচুর ক্ষতি

সন্তানদের হাতে ‘খুন’ হলেন বাবা

১০

মৎস্য অফিসকে ম্যানেজ করে মেঘনায় চলছে মাছ শিকার

১১

হাসিনাকে ছাড়া নির্বাচন নয়, মির্জা ফখরুল এমন দাবি করেছেন কি

১২

ওসির অপসারণ দাবিতে বেদে সম্প্রদায়ের বিক্ষোভ

১৩

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৪

ঈদগাহের জমি নিয়ে সংঘর্ষে গ্রেপ্তার, থানা ঘেরাও

১৫

সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেপ্তার

১৬

ঈদের ছুটি শেষে নেপালে গেল ২৫২ টন আলু

১৭

সীমান্তবর্তী স্কুল দেখতে দর্শনার্থীদের স্রোত

১৮

দায়ের কোপে মা-ভাইকে হত্যা

১৯

আধুনিক ‘ল্যান্ড সার্ভিস গেটওয়ে’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার

২০
X