শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকের বিনামূল্যের সার বাজারে, অভিযোগের তীর ইউপি চেয়ারম্যানের দিকে

বাজারে কৃষকের বরাদ্দের চাল বিক্রির সময় আটক করে স্থানীয়রা। ছবি : কালবেলা
বাজারে কৃষকের বরাদ্দের চাল বিক্রির সময় আটক করে স্থানীয়রা। ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় চরকুমারিয়া ইউনিয়নের মোল্যার বাজারে কৃষকের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের ৩০ বস্তা সার বাজারের একটি দোকানে বিক্রির সময় আটক করেছে স্থানীয়রা। আর সার বিক্রির এই অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্যার বিরুদ্ধে।

পরে সোমবার (২৪ জুন) বিকেলে ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সঙ্গে স্থানীয়দের ইটপাটকেলসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। আর এ ঘটনায় উপজেলা প্রশাসন উপজেলা কৃষি কর্মকর্তা প্রধান ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তাকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিবুল ইসলাম কালবেলাকে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কৃষকের সার বাজারে বিক্রি করে দেওয়ার সময় জনতা তা আটকে দিয়েছে- এমন একটি খবর পেয়েছি। ওই ঘটনা তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তাকে দিয়ে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকদের পাট উৎপাদনে উৎসাহিত করতে ও উদ্বুদ্ধ করতে পাট অধিদপ্তর কৃষকদের পাটের বীজ ও সার প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেয়। চলতি মৌসুমে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের বাসিন্দা এমন ৩০০ জন কৃষককে বিনামূল্যে পাটের বীজ ও সার বরাদ্দ দেওয়া হয়। প্রতিজন কৃষককে ইউরিয়া ৬ কেজি, টিএসপি ৩ কেজি ও এমওপি ৩ কেজি করে সার বরাদ্দ দেওয়া হয়। ওই পাট রোপণের সময় শেষ হওয়ার পর সার ও বীজ বরাদ্দ পাওয়ায় ইউনিয়ন পরিষদ থেকে কৃষকদের তা দেওয়া হয়নি।

সোমবার দুপুরে ৩০ বস্তা সার ইউনিয়ন পরিষদ ভবন থেকে নছিমনে করে বিক্রির জন্য স্থানীয় মোল্যার বাজারে নেওয়া হয়। ওই বাজারের ব্যবসায়ী মোশারফ ফকিরের দোকানে সার বিক্রির সময় তা জনতা আটকে দেয়। পরে স্থানীয় জনতার চাপের মুখে ব্যবসায়ী মোশারফ ফকির ও নছিমন চালক মনির মোল্যা পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি মোবাইল ফোনে অবহিত করেন।

এ ঘটনার জের ধরে বিকেলে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্যার সমর্থক ও স্থানীয়দের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় আতঙ্কে মোল্যার বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এই বিষয়ে জানতে চরকুমারিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোল্যাকে মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। খুদেবার্তা দিলেও তাতে সাড়া দেননি।

তবে এই ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন বালা বলেন, ‘আমি সরকারি প্রশিক্ষণে উপজেলা সদরে ছিলাম। দুপুরের দিকে চেয়ারম্যান আমাকে ফোন করে জানিয়েছেন সার নিয়ে এলাকায় কিছু একটা ঝামেলা হয়েছে। এর বেশি কিছু আমি জানি না। বিস্তারিত জেনে পরে জানাতে পারব।’

এই বিষয়ে স্থানীয় মোল্যার বাজারের বাসিন্দা ফয়সাল মোল্যা সাংবাদিকদের বলেন, সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ ভবন থেকে একটি নছিমনে বোঝাই করে সার নিয়ে বাজারের ভেতরে একটি দোকানে বিক্রি করে দেওয়া হচ্ছিল। ওই ঘটনা স্থানীয়রা ভিডিও করে তা সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেয়। আমরা তা দেখে বাজারে ছুটে আসি। পরবর্তীতে চেয়ারম্যানের সমর্থকরা আমাদের ওপর চড়াও হয়।

ভেদরগঞ্জ উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, চরকুমারিয়ার কৃষকদের প্রণোদনার সার ও বীজ ঈদের আগে বরাদ্দ দিয়ে পৌঁছে দেওয়া হয়েছে। কেনো তারা এখনো কৃষকের মাঝে বিতরণ করেননি তা বুঝতে পারছি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছেন। তদন্ত করার পর বলা যাবে প্রকৃত ঘটনা কী ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোষ্য কোটা বাতিলের দাবি রাবি শিক্ষার্থীদের

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জেএসডির 

অবশেষে ইমরানের দলের সঙ্গে পাকিস্তান সরকারের আলোচনা শুরু

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : প্রিন্স

নারায়ণগঞ্জে বয়লার কারখানায় আগুন

ভুয়া মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলমের সম্পদের পাহাড়

ইমরান ও বুশরার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় স্থগিত

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫৯৪ মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

গাজীপুরে কারখানার গুদামে আগুন

১০

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল

১১

প্রেমের টানে পাকিস্তানি যুবক মাটিরাঙ্গায়

১২

‘ছাত্র-জনতা ও বিএনপি নেতাকর্মীদের অর্জিত বিজয় যেন হাতছাড়া না হয়’

১৩

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

১৪

পদ্মায় ধরা পড়ল বিশাল বোয়াল, ৫২ হাজারে বিক্রি

১৫

রাজশাহীর মেসগুলোতে নির্যাতিত ছাত্রীরা, বিচারহীনতায় বেপরোয়া মালিকরা 

১৬

সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের মতো স্বাস্থ্যসেবা পাবেন সাংবাদিকরা

১৭

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক

১৮

পাহাড় কাটা, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে : পরিবেশ উপদেষ্টা

১৯

সাবেক এমপি হেনরীসহ তার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা

২০
X