মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১০:২৫ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৯

মুন্সীগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ পরবর্তী চিত্র। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষ পরবর্তী চিত্র। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার গোয়ালগাঁও গ্রামের স্থানীয় দিলা মিয়ার মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন হারুন অর রশিদ, রনি, আক্তার, মুক্তার, আনন্দ, হাসিব, শাহিনূর বেগম, রিয়াদ হোসেন ও আক্তার হোসেন। অবস্থার অবনতি হওয়ায় ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের সমর্থক হোসেন্দী ইউনিয়নে শাহ পরান গ্রুপের সঙ্গে প্রতিপক্ষ গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মনছুর আহম্মেদ খান জিন্নাহর সমর্থক হারুন অর রশিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

বিরোধের জেরে রোববার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সন্ধ্যায় কিছুক্ষণ আগে উভয়পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি হারুন অর রশিদসহ তার সমর্থক রনি (৩৪), আক্তার (৪০), মুক্তার (৪২), আনন্দ(২৫),হাসিব (২২) গুলিবিদ্ধ হয়। হামলার খবর পেয়ে হারুনের চাচী শাহিনূর আক্তার এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। অন্যদিকে শাহ পরান গ্রুপের রিয়াদ ও আক্তার হোসেন নামে দুজন আহত হয়।

পরে খবর পেয়ে পুলিশ এবং স্থানীয় লোকজন এগিয়ে এলে পরিস্থিতি শান্ত হয়। আহতদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলায় আহত হোসেন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অভিযোগ করে বলেন, রোববার আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে প্রতিপক্ষ শাহ পরানের নেতৃত্বে অন্তত ২৫-২৬ জন তাদের উপর অতর্কিতভাবে হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে তাদের ছয়জন গুলিবিদ্ধ হয় বলে অভিযোগ করেন তিনি।

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত শাহ পরান বলেন, ঘটনার সময় তিনি এলাকাতে ছিলেন না। প্রতিপক্ষ তার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো. রাজিব খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে কতজন গুলিবিদ্ধ হয়েছে বিষয়টি নিশ্চিত নয়। তাদের ঘটনাস্থল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ম্যাচে এক গোল করেই কোয়ার্টারে ফ্রান্স!

প্যারিস অলিম্পিকে স্প্রিন্টার ইমরানুর

আত্মঘাতী গোলে ইউরো থেকে বিদায় বেলজিয়ামের

সিগন্যাল ত্রুটি, লাকসামে দাঁড়িয়ে গেল বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

কারাগারে উপজেলা চেয়ারম্যান, প্রতিবাদে সড়কে অগ্নিসংযোগ ও হরতাল ঘোষণা

আংশিক দায়মুক্তি পেলেন ট্রাম্প

মঙ্গলবার বরগুনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন

ডিসেম্বরেই বিপিএল, সূচি চূড়ান্ত

বালুবোঝাই ট্রাক কেড়ে নিল খালা-ভাগ্নির প্রাণ 

১০

ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষ, জেলা পরিষদ চেয়ারম্যানসহ আহত ৬

১১

কোটা বাতিল না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১২

ব্যারিস্টার সুমনকে হত্যার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি

১৩

শিশুসহ নারীকে থানায় আটক / পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নিল মানবাধিকার কমিশন

১৪

চবির আবাসিক হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৫

সাভার থেকে নিখোঁজ যুবকের মরদেহ নারায়ণগঞ্জে উদ্ধার

১৬

মুক্তিযুদ্ধে চালু থাকা ঢাবি মেডিকেল সেবা আজ কেন বন্ধ?

১৭

কোটা বাতিলের দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

১৮

সংযুক্তির আদেশ বাতিল, সবাইকে মাঠপর্যায়ে পাঠানোর নির্দেশ পলকের

১৯

সিলেটে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

২০
X