ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ১০:৫৬ এএম
আপডেট : ২৪ জুন ২০২৪, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

বর্ষা এলেই মকিমপুর বিল হয়ে ওঠে ‘মিনি কক্সবাজার’

মকিমপুর বিলে দর্শানার্থীদের ভিড়। ছবি : কালবেলা
মকিমপুর বিলে দর্শানার্থীদের ভিড়। ছবি : কালবেলা

বর্ষাকাল এলেই কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মকিমপুর পশ্চিম বিল হয়ে ওঠে মিনি কক্সবাজার। বর্ষার সময় এ বিল পানিতে টইটুম্বর হয়ে যায়। সূর্যের আলোয় চিকচিক করে থইথই জলরাশি। সন্ধ্যার আগে যখন সূর্য ডোবে তখন মনে হয় যেন বিলের বিশাল জলরাশিতে সূর্য লুকাচ্ছে।

এ দৃশ্য যেন মন ভরিয়ে দেয়। এসব মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই এ বিলে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন নানা বয়সী দর্শনার্থী।

বিল ঘেঁষেই পশ্চিমে মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা ও উত্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা আর পূর্বে ও দক্ষিণে ব্রাহ্মণপাড়া উপজেলা। তিন উপজেলার মধ্যবর্তী স্থানটির নামই মকিমপুর পশ্চিম বিল। বিলের মধ্যখান দিয়ে বয়ে গেছে বুড়ি নদী। বর্ষার শুরু থেকেই এ বিল পানিতে টইটুম্বুর হয়ে ওঠে।

এতে এ বিলের পরিবেশ হয়ে ওঠে মনোমুগ্ধকর। যান্ত্রিক জীবনের ক্লান্তি আর অবসাদ দূর করতে বিলে ছুটে আসছেন ভ্রমণপিপাসু অনেকে। যে কারণে স্থানীয়রা এ বিলের নাম দিয়েছেন মিনি কক্সবাজার। চতুর্দিকের নয়নাভিরাম সৌন্দর্য আর দর্শনার্থীদের ভিড়ে বিলে বর্ষার প্রতিটি বিকেল যেন মোহনীয় হয়ে ওঠে। তবে শুষ্ক মৌসুমে এ বিল থাকে সবুজ ফসলে একাকার। সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় অবস্থিত মিনি কক্সবাজার খ্যাত মকিমপুর পশ্চিম বিলে বর্ষার শুরুতেই জমতে শুরু করেছে পানি। সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে। দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মকিমপুর পশ্চিম বিল। নৌকা করে কেউ কেউ ঘুরছেন বিশাল জলরাশির ঢেউয়ের ওপর।

তাদের কেউ তুলছেন সেলফি, আবার কেউ ব্যস্ত প্রিয়জনদের ছবি তোলায়। বিলের মনোহর সৌন্দর্য উপভোগ করছেন দর্শানার্থীরা। উঠতি বয়সী কিশোররা বিলের অথৈজলে কাটছেন সাঁতার। জলরাশির মাঝখান দিয়ে বয়ে সড়কের ওপর মোটরসাইকেল চালিয়ে উল্লাসে মেতে উঠতে দেখা গেছে তরুণদের।

সপরিবারে ঘুরতে আসা মাইনুল ইসলাম মিঠু কালবেলাকে বলেন, বর্ষার সময় বিলের পরিবেশটা চমৎকার হয়ে ওঠে। প্রায়ই এখানে ঘুরতে আসি। ঈদ উপলক্ষে এবার এসেছি সপরিবারে। দিনের অন্যান্য সময়ের মধ্যে বিকেলবেলা বিলের সৌন্দর্য আরও বেড়ে যায়। এখানকার বাতাসটাও বেশ ভালো লাগে। বিলটির সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে অনেকেই এখানে ঘুরতে আসছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা থেকে আসা সাইফা নূর যুথি কালবেলাকে বলেন, বর্ষা এলেই ভ্রমণপিপাসুদের ভিড়ে মুকিমপুর বিল পর্যটন এলাকায় রূপ নেয়। বাতাস আর মনমাতানো পরিবেশ দর্শনার্থীদের মন ভরিয়ে দেয়। আমরা কয়েকজন বান্ধবী মিলে ঘুরতে এসেছি। এখানে সময় কাটাতে বেশ ভালো লাগছে।

স্থানীয় বাসিন্দা মশিউল আলম রাতুল বলেন, বর্ষা মৌসুমে এ বিলে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসেন। বর্ষার সময় বিলে পানি জমে বিলের পরিবেশটা অনেক সুন্দর হয়ে ওঠে। উপজেলার বিভিন্ন এলাকাসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও লোকজন এখানে ঘুরতে আসছেন। নানা বয়সী মানুষের পদচারণায় প্রতিদিন বিকেলবেলা বিল এলাকা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ কারণেই স্থানীয় লোকজন এর নাম দিয়েছে মিনি কক্সবাজার।

মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন কালবেলাকে বলেন, প্রতিবছরই বর্ষাকালে মকিমপুরের ওই পশ্চিম বিলটি থইথই পানির কারণে বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্থানীয়রাসহ দূরদূরান্ত থেকে এ বিলের সৌন্দর্য উপভোগ করতে আসেন অনেকে। দর্শনার্থীদের যেন কোনোরকম সমস্যা না হয় সে দিকে স্থানীয় প্রশাসন সতর্ক আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঈদী ও আলেমদের ওপর নির্যাতনের কথা বলায় চাকরি গেল ইমামের

সনি র‌্যাংগসের ৫০ হাজার কোটি টাকা পাচার, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আটকে যায় দুদকের তদন্ত

ইউএনওকে ফোন করে নিজের বাল্যবিয়ে বন্ধ করল স্কুলছাত্রী

১২৭ রানে শেষ বাংলাদেশের ইনিংস

প্রথমবারের মতো বাণিজ্যিক গেমিংয়ের অনুমতি দিল আবুধাবি

‘গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে’

ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

ইসরায়েলকে সমর্থন দিয়ে পশ্চিমা দেশগুলো ভণ্ডামি প্রমাণ করেছে

‘নিষিদ্ধ সময়ে ইলিশ ধরলে কারাদণ্ড’

চবিতে সহপাঠীরা ক্লাসে ফিরলেও শহীদ হৃদয় ও ফরহাদের টেবিলটা রইল ফাঁকা

১০

বিপৎসীমার ওপরে উব্দাখালী নদীর পানি

১১

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ৭৫ রানে নেই ৬ উইকেট

১২

বন্যার প্রবণতা কমাতে শায়খ আহমাদুল্লাহর পরামর্শ

১৩

আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি পরিদর্শন ধর্ম উপদেষ্টার

১৪

যশোরে ডিসি অফিস ঘেরাও, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৫

চামড়াশিল্পকে আমরা উৎসাহিত করব : বাণিজ্য উপদেষ্টা

১৬

অর্থ পাচার ইস্যুতে ব্রিটিশ হাইকমিশন প্রতিনিধিদের সঙ্গে দুদকের বৈঠক

১৭

রংপুরে শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

১৮

নারায়ণগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

পচা টিক্কা দেওয়ায় প্রতিবাদ, গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত করল স্টার কাবাব

২০
X